তবে শুধুমাত্র সুজিত বসু নন। রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য-সহ বেশ কয়েকজন রাজনীতিবিদ করোনায় কাবু। শাসক-বিরোধী দলের নেতা-নেত্রীরাও করোনা আক্রান্ত হচ্ছেন। পরপর তিনবার করোনা আক্রান্ত হয়েছেন বাবুল সুপ্রিয়। একইভাবে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও ফের সংক্রামিত হয়েছেন। ২০২০ সালে করোনা আক্রান্ত হওয়ার পর এ বার দমকলমন্ত্রী সুজিত বসুও ফের একাবার করোনা আক্রান্ত হলেন।
advertisement
আরও পড়ুন: ভয়াবহ আকার নিচ্ছে দেশে সংক্রমণের হার! ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১,৪১,৫২৫
প্রসঙ্গত, রাজ্যে একলাফে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ (West Bengal Covid Update)। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় দৈনিক সংক্রমণ বেড়ে হয়েছে ১৮,২১৩। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়েছে আরও ৭৪৮৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাসে মৃত্যুই হয়েছে আরও ১৮ জনের।
আরও পড়ুন: জেলার করোনা পরিস্থিতি কেমন? গঙ্গাসাগর মেলার আগে আজ অভিষেকের প্রশাসনিক বৈঠক
দেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে ১ লক্ষ ৪০ হাজারের গণ্ডি। আজ নতুন করে সংক্রামিত হয়েছেন ১,৪১,৫২৫ জন। সংক্রমণের হার বেড়েছে ২১ শতাংশ। এ দিকে, আজ থেকেই বুস্টার ডোজের জন্য শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশন।
