আইসিএমআর–ভিআরডিএল ল্যাবে, এইমস কল্যাণীতে দুইটি সন্দেহভাজন নিপা ভাইরাস সংক্রমণের ঘটনা শনাক্ত হওয়ার পর এই আশ্বাস দেওয়া হয়৷ ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷
পরীক্ষাগার সহায়তা জোরদার করা হয়েছে, তার নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থাপনা, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করা হচ্ছে৷
advertisement
আরও পড়ুন-জানুয়ারিতেই বাম্পার ‘জ্যাকপট’…! মহালক্ষ্মী রাজযোগ সৌভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির, অর্থ-সম্পদের ফোয়ারা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন৷ কেন্দ্র ও রাজ্য যাতে একজোট হয়ে কাজ করে৷ পরিস্থিতি মোকাবিলায় একটি জাতীয় যৌথ আউটব্রেক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে এবং কার্যকরভাবে সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য৷
এই টিমে রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও যেমন থাকবেন,একইসঙ্গে থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের আধিকারিকরা৷ কেন্দ্র সরকার পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে এবং প্রয়োজনে আরও সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে৷
