TRENDING:

Sobhandeb Chatterjee On Jagdeep Dhankhar: কবিতার মাধ্যমে রাজ্যপালকে তীব্র আক্রমণ মন্ত্রী শোভনদেবের

Last Updated:

Sovondeb Chatterjee: 'স্তব্ধ পৃথিবী' বইয়ে 'মহামান্য' কবিতা লিখলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার রাজ্যপালকে নিয়ে কবিতা লিখলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। স্তব্ধ পৃথিবী বলে একটি কবিতার বই প্রকাশিত হয়েছে মন্ত্রীর। সেই বইয়ে 'মহামান্য' বলে একটা কবিতা প্রকাশিত হয়েছে। সেই কবিতায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম না করে তীব্র কটাক্ষ করেছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ( Sobhandeb Chatterjee On Jagdeep Dhankhar)। স্তব্ধ পৃথিবী বইয়ের ৬২ নাম্বার পাতায় রয়েছে এই কবিতা।
১৯ লাইনের এই কবিতার ছত্রে ছত্রে আক্রমণ শানানো হয়েছে।
১৯ লাইনের এই কবিতার ছত্রে ছত্রে আক্রমণ শানানো হয়েছে।
advertisement

আরও পড়ুন: বিশাল খবর! Holi 2022-এর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন বড় উপহার

১৯ লাইনের এই কবিতার ছত্রে ছত্রে আক্রমণ শানানো হয়েছে। মহামান্য কবিতায় লেখা হয়েছে, "মহামান্য আপনি নিশ্চয়ই অসামান্য আইনবিদ হিসেবে হয়ত অনন্য কিন্তু বিচার বোধে খামতি চোখে পড়ে সময় জ্ঞানেও মুখোস খুলে পড়ে। যুদ্ধের সেনাপতির যদি ভুল কোন হয় সময়টা নিশ্চয়ই ভুল ধরার নয়। সময় অনেক পাওয়া যাবে যুদ্ধে জয়ী হয়ে তখন না হয় কাটাছেড়া করবো সময় নিয়ে।কে ভুল কে ঠিক সময় বলে দেবে তখন না হয় মহামান্য হিসাব বুঝে নেবে। যুদ্ধে জয়ী হবার জন্য গড়ে তুলতে  হবে ঐক্য, এখন না হয় বন্ধ থাক যা কু-বাক্য। মহামান্য অসীম ক্ষমতা আপনার হাতে স্বয়ং রাষ্ট্রনেতা আপনার সাথে সেই ক্ষমতা প্রয়োগ করুন রাজ্যকে বাঁচাতে মানুষ আপনাকে মনে রাখবে সেই শুভ প্রভাতে।।"

advertisement

আরও পড়ুন: ১ লাখ টাকা হয়ে গিয়েছে প্রায় ৬ কোটি টাকা! চমকে দিচ্ছে এই মাল্টিব্যাগার পেনি স্টক!

কেন এই কবিতা লিখলেন তিনি ( Sobhandeb Chatterjee On Jagdeep Dhankhar)? শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য, কোভিড পরিস্থিতিতে মানুষকে নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে চলতে হয়েছে। একাধিক মানুষের একাধিক রকমের অসুবিধা তৈরি হয়েছিল। রাজ্যের মানুষের অসুবিধা দূর করতে সরকার সমস্ত রকমের প্রচেষ্টা চালিয়েছে। এর পরেও রাজ্যের মানুষের ডাকে সাড়া না দিয়ে, সাংবিধানিক পদে থাকা এক ব্যক্তি নিজের মতো করে আচরণ করেছেন। উনি রাজ্যের সব কাজেই বিরোধিতা করে চলেছেন। কিন্তু রাজ্যের যা প্রয়োজন সেই কাজে কোনওদিন তাকে সাহায্য করতে দেখা যায় না। তাই এই কবিতা লেখা। শোভনদেব চট্টোপাধ্যায় তার কবিতায় তাই উল্লেখ করেছেন, অসীম ক্ষমতা রাজ্যপালের হাতে আছে। কারণ রাষ্ট্রনেতা উনি। সেই ক্ষমতা প্রয়োগ করে উনি রাজ্যের পাশে এসে দাঁড়াতে পারতেন। তা হলে মানুষ ওনাকে মনে রাখবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Abir Ghosal

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sobhandeb Chatterjee On Jagdeep Dhankhar: কবিতার মাধ্যমে রাজ্যপালকে তীব্র আক্রমণ মন্ত্রী শোভনদেবের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল