কলকাতা: মাদার ডেয়ারি ক্যালকাটা পুরোটাই বেঙ্গল ডেয়ারি মার্জার করে দেওয়া হল। আজ থেকে আর মাদার ডেয়ারি ক্যালকাটার কোনও অস্তিত্ব থাকল না। তিন বছর আগে থেকেই এই প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য। মূলত মাদার ডেয়ারি ক্যালকাটা বাংলাকে বাংলার ডায়েরিতে রূপান্তর করার।
আরও পড়ুন: বিশ্বকাপ দলে সুযোগ পেয়েই ২২ গজে তাণ্ডব চালালেন ঈশান কিষাণ! ভেঙে দিলেন বৈভবের রেকর্ড
advertisement
মাদার ডেয়ারি ক্যালকাটা বাংলার অধীনে মূলত দুধ দই থেকে শুরু করে একাধিক দ্রব্য সামগ্রী পাওয়া যেত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেগুলিকে বাংলার ডায়েরিতে রূপান্তর করা হয়। তিন বছর আগে থেকে সেই কাজ শুরু হলেও কিছু আইনি সমস্যা ছিল। সেই আইনের সমস্যা কাটিয়ে এবার মাদার ডেয়ারি ক্যালকাটা পুরোপুরি ভাবে বাংলার ডায়েরি হতে চলেছে।
অর্থাৎ কাল থেকে যে দুধ, দই, পনির মাদার ডেয়ারি ক্যালকাটার সামগ্রী হিসেবে পেতেন তা বাংলার ডেয়ারি সামগ্রী হিসেবেই পাবেন। আলাদা করে বৃহস্পতিবার বাজারে কোনও রকম মাদার ডেয়ারি ক্যালকাটার সামগ্রী থাকবে না।
আরও পড়ুন: এবার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের সর্বকালের রেকর্ড ভাঙলেন বৈভব! ইতিহাস ১৪ বছরের তারকার
এতদিন ধরে বাংলার ডায়েরির দ্রব্যসামগ্রী বাজারে পাওয়া যেত। তার সঙ্গে মাদার ডেয়ারিও কিছু কিছু থাকত, কাল থেকে তা থাকবে না। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “মাদার ডেয়ারি ক্যালকাটা পুরোটাই বেঙ্গল ডেয়ারিতে মার্জার করে দেওয়া হল। আজ থেকে আর মাদার ডেয়ারি ক্যালকাটার কোন অস্তিত্ব থাকল না।”
