TRENDING:

Covid 19 Third Wave in Bengal: দৈনিক আক্রান্ত হতে পারেন ৩৫ হাজার মানুষ, বেসরকারি হাসপাতালগুলিক সতর্ক করল স্বাস্থ্য দফতর

Last Updated:

কলকাতায় স্থানীয় ভাবে ওমিক্রন (Omicron) সংক্রমণ ছড়িয়েছে বলেও স্বীকার করে নিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা (Covid 19 Third Wave in Bengal)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দ্বিতীয় ঢেউয়ের সময়ের ভয়ানক ছবিকেও ছাপিয়ে যেতে পারে করোনার তৃতীয় ঢেউ৷ রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছতে পারে ৩৫ থেকে ৩৬ হাজারে (Covid 19 Third Wave)৷ বেসরকারি হাসপাতালগুলিকে চিঠি দিয়ে এ ভাবেই সতর্ক করে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিতে বললেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী৷
করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দফতর৷ প্রতীকী ছবি৷
করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দফতর৷ প্রতীকী ছবি৷
advertisement

কলকাতায় স্থানীয় ভাবে ওমিক্রন (Omicron) সংক্রমণ ছড়িয়েছে বলেও স্বীকার করে নিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা৷ একই সঙ্গে অবশ্য তিনি আশা প্রকাশ করেছেন, তৃতীয় ঢেউয়ে পরিস্থিতি আগের তুলনায় খারাপ হয়ে মাস তিনেকের মধ্যেই তা নিয়ন্ত্রণে চলে আসবে৷

রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবারই ২ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ জুন মাসের পর ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার পার করল৷ কিন্তু রাজ্য স্বাস্থ্য দফতর মনে করছে, এই সংখ্যাটা কিছুই না৷ আগামী কয়েকদিনে দৈনিক আক্রান্তের সংখ্যা কয়েক গুন বেড়ে তিরিশ হাজার ছাড়িয়ে যেতে পারে৷

advertisement

আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কে বড় পদক্ষেপ! স্কুলে কারা আসবেন, কারা নয়, নির্দেশিকা জারি রাজ্যের

করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় গতকাল উচ্চপর্যায়ের বৈঠক করে রাজ্য স্বাস্থ্য দফতর৷ জেলা স্তরে এবং সরকারি হাসপাতালে পরিস্থিতি মোকাবিলায় পরিকাঠামো তৈরির পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিকেও চিঠি দেওয়া হয়৷ পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে সেই ইঙ্গিত দিয়ে বিপুল সংখ্যক রোগীর চাপ সামলাতে হাসপাতালগুলিকে যথাযথ পরিকাঠামো তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে৷

advertisement

বেসরকারি হাসপাতালগুলিকে স্বাস্থ্য দফতরের তরফে লেখা চিঠিতে বলা হয়েছে, 'গত কয়েকদিনে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুন হয়েছে৷ বিশেষত কলকাতায় ওমিক্রনের স্থানীয় ভাবে সংক্রমণের প্রমাণ মিলেছে৷ পাঁচ জন এমন আক্রান্তের খোঁজ মিলেছে যাঁদের বিদেশ যাত্রা বা বাইরে যাওয়ার কোনও তথ্য পাওয়া যায়নি৷'

আরও পড়ুন: রাজ্যে আরও পাঁচজন ওমিক্রন আক্রান্তের খোঁজ, পরিস্থিতি উদ্বেগজনক!

advertisement

রীতিমতো উদ্বেগ প্রকাশ করে চিঠিতে লেখা হয়েছে, 'আমরা সবাই জানি ওমিক্রন তিন থেকে পাঁচ গুন বেশি সংক্রামক৷ এটা শুধুমাত্র আগুনের স্ফুলিঙ্গ, খুব শিগগিরই হয়তো বা এক সপ্তাহের মঝ্যেই আমরা আবার মারাত্মক সমস্যার মধ্যে পড়তে চলেছি৷ তাই আমাদের আবার সংক্রমণ আটকানো এবং হাসপাতাল ও সেফ হোমগুলিতে বিপুল সংখ্যক করোনা রোগীর চাপ সামলানোর জন্য তৈরি হতে হবে৷ '

advertisement

স্বাস্থ্য অধিকর্তা চিঠিতে লিখেছেন, করোনার প্রথম ঢেউয়ের সময় দৈনিক আক্রান্তের সংখ্যা ধীর গতিতে বেড়েছিল৷ অক্টোবর মাসের ২০ তারিখেও দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪১০০৷ দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের গতি ছিল অনেক বেশি৷ সেই সময় দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ থেকে ২২ হাজারে পৌঁছে যায়৷ এর পরেই হাসপাতালগুলিকে সতর্ক করে বলা হয়েছে, 'এবারে দ্বিতীয় ঢেউয়ের থেকেও দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটা বেড়ে ৩০ থেকে ৩৫ হাজারে পৌঁছে যেতে পারে৷'

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এই সতর্কবার্তা দিয়েই হাসপাতালগুলিকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সমস্ত স্বাস্থ্যকর্মীদেরও তৈরি রাখতে পরামর্শ দেওয়া হয়েছে৷ স্বাস্থ্য অধিকর্তা অবশ্য চিঠিতে আশা প্রকাশ করেছেন, করোনার তৃতীয় ঢেউয়ের এই প্রকোপ দু' তিন মাসের বেশি স্থায়ী হবে না৷ ফলে, মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলেও আশা প্রকাশ করেছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Covid 19 Third Wave in Bengal: দৈনিক আক্রান্ত হতে পারেন ৩৫ হাজার মানুষ, বেসরকারি হাসপাতালগুলিক সতর্ক করল স্বাস্থ্য দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল