TRENDING:

বেসরকারি হাসপাতালের বিলে লাগাম টানতে কড়া রাজ্য, ই-প্রেসক্রিপশন থেকে প্রতিদিন চার্ট প্রকাশ, নয়া বিলে একগুচ্ছ সংশোধনী

Last Updated:

Bengal assembly passes bill that requires hospitals to display charges: এবার থেকে বেসরকারি হাসপাতালগুলিকে চিকিৎসার খরচের প্যাকেজ রোগীর পরিবারকে জানাতে হবে। এর বাইরে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। বিলে বলা হয়েছে, প্রতিটি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে চিকিৎসা-সংক্রান্ত খরচের তালিকা প্রকাশ্যে রাখতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: বেসরকারি ক্ষেত্রে চিকিৎসার জন্য ঘটি-বাটি বিক্রি করে পথে বসেছে বহু পরিবার। বেসরকারি হাসপাতালে একবার রোগী নিয়ে গেলে উপার্জনের সবটা চলে যাওয়াও বিচিত্র নয়। চিকিৎসার নামে কার্যত লুঠ চলে। এবার এই অবস্থা বন্ধ করতে কড়া বিল বিধানসভায় পাশ করাল রাজ্য সরকার। দ্য ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টস (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৫। যা আলোচনার পরে বিধানসভায় পাশ হয়ে গেল। এবার থেকে বেসরকারি হাসপাতালগুলিকে চিকিৎসার খরচের প্যাকেজ রোগীর পরিবারকে জানাতে হবে। এর বাইরে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। বিলে বলা হয়েছে, প্রতিটি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে চিকিৎসা-সংক্রান্ত খরচের তালিকা প্রকাশ্যে রাখতে হবে।
বেসরকারি হাসপাতালের বিলে লাগাম টানতে কড়া রাজ্য (Representative Image)
বেসরকারি হাসপাতালের বিলে লাগাম টানতে কড়া রাজ্য (Representative Image)
advertisement

আরও পড়ুন– বাংলাদেশ থেকে ভারতে ফিরতে পারল আরও কয়েকটি পরিবার, বিএসএফের ভূমিকা নিয়ে সরব রাজ্যের শাসক দল

দৈনিক চিকিৎসা খরচের আপডেট দিতে হবে। যাবতীয় রেকর্ড রোগীকে দিতে হবে এবং তা সংরক্ষণ করতেও হবে। সরকারি গাইডলাইন ছাড়িয়ে অতিরিক্ত খরচ নেওয়া যাবে না। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ২ লিটার জল খেয়ে ২০ লিটার দেখিয়ে, ৫টা ওষুধে ৫ লক্ষ টাকার বিল— এটা আর চলবে না। এমন ধরনের জনমুখী বিল সারা ভারতবর্ষে কোথাও নেই।

advertisement

আরও পড়ুন– হাইপারসনিক মিসাইল প্রতিরোধের ক্ষমতা কারও নেই ! এমনকি ইজরায়েলের শক্তিশালী এয়ার ডিফেন্স ব্যবস্থাও এক্ষেত্রে অক্ষম, কেন জানেন?

রাজ্য সরকার চায়, সরকারি ও বেসরকারি ক্ষেত্র হাতে হাত ধরে পরিষেবা দিক। কিন্তু বেসরকারি হাসপাতালের বিল নিয়ে বহু মানুষ সমস্যায় পড়েন। সেই সমস্যা থেকে মুক্তি দিতেই এই সংশোধন। রোগীর অধিকার থাকবে তাঁর চিকিৎসা সংক্রান্ত খরচ জানার। রেগুলেটরি কমিশনের নজরদারিতে এই বিল বাস্তবায়িত হবে। কমিশনের নেতৃত্বে রয়েছেন জাস্টিস অসীম বন্দ্যোপাধ্যায়। ডিজিটাল প্রেসক্রিপশন চালুর জন্য রাজ্য সরকার নিজস্ব সফ্টওয়্যার তৈরি করবে। বিলে ১৬টি সংশোধনী যুক্ত হয়েছে। লাইসেন্স নবীকরণের সময়সীমা রাখা হয়েছে ৯০ দিন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শাসক দলের একাধিক বিধায়ক বলেন, এই বিল দরিদ্রদের পাশে দাঁড়াবে। যেভাবে প্রাইভেট হাসপাতালগুলি কসাইখানায় পরিণত হয়েছে, সেখান থেকে রেহাই দিতেই এই উদ্যোগ। আবার বিরোধী শিবিরের বক্তব্য একাধিক জায়গায় এখনও ফাঁক থেকে যাচ্ছে। সেটা মেটাতে না পারলে লাভজনক হবে না এই বিল। বিরোধীদের অভিযোগ উড়িয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘মানুষের স্বার্থেই এই বিল। কেউ যেন এক জনের ভুলে পুরো ব্যবস্থার ক্ষতি না করে, সেটাই দেখা হবে।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বেসরকারি হাসপাতালের বিলে লাগাম টানতে কড়া রাজ্য, ই-প্রেসক্রিপশন থেকে প্রতিদিন চার্ট প্রকাশ, নয়া বিলে একগুচ্ছ সংশোধনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল