দুর্নীতি যে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না, এবার সেই বার্তা দিতেই পিস রুমে আরও একটি হেল্প লাইন নম্বর চালু করল রাজ ভবন। ১ অগাস্ট থেকে শুরু হয়েছে এই দুর্নীতি দমন সেল। ইতিমধ্যেই সেখানে গত ২৪ ঘণ্টায় দুর্নীতি সংক্রান্ত আট থেকে দশটি ফোন এসেছে বলে রাজ ভবন সূত্রে খবর।
advertisement
জেল বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর প্রসঙ্গ তুলে গত সোমবারই রাজ্যপাল বলেছিলেন, ‘‘এটা বেদনাদায়ক যে রাজ্যের একজন মন্ত্রী জেলে।’’এদিন বারবার তাঁকে বলতে শোনা গিয়েছিল দুর্নীতি বন্ধ করার কথা। তারপরেই এই নতুন সেল৷
আরও পড়ুন: নাগাড়ে বৃষ্টি, উত্তাল সমুদ্র! নিম্নচাপের দাপট কমবে কবে? জেনে নিন লেটেস্ট ওয়েদার আপডেট
রাজনীতির কারবারিরা বলছেন, এই ‘অ্যান্টি কোরাপশন সেল’ খোলার অর্থই হল ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। গত ,সোমবার অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে ইতিমধ্যেই উষ্মাপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন৷
ব্রাত্য বসু বলেছিলেন, “উচ্চশিক্ষায় নজিরিহীন হস্তক্ষেপ হচ্ছে। বিরোধী পক্ষকেও বলব নজিরবিহীন হস্তক্ষেপের বিরোধিতা করে নির্বাচিত সরকারের পাশে থাকুন। রাজ্যপাল এই স্বৈরাচার চালাতে পারেন কিনা তা জানতে আমরা শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছি।” এখন এই ‘অ্যান্টি কোরাপশন সেল’ নিয়ে শাসকদলের কী প্রতিক্রিয়া হয়, এখন সেই দেখার৷