আরও পড়ুন– দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া, সপ্তাহের শেষেই কি শীতের আমেজ? জেনে নিন
আগামী ১৪ নভেম্বর সল্টলেকে বৈঠক ডেকেছেন পরিবহণ মন্ত্রী। বৈঠকে স্নেহাশিস চক্রবর্তীর পাশাপাশি থাকবেন পুর-নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। থাকবেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা ও বিধাননগরের সিপি-সহ বিভিন্ন জেলার পুলিশ সুপাররা। এছাড়াও থাকবেন বেসরকারি বাস-মিনিবাস সংগঠন, বিভিন্ন সরকারি পরিবহণ সংস্থার প্রতিনিধিরা।সূত্রের খবর, সল্টলেকের দুর্ঘটনার খবর শুনে পরিবহণমন্ত্রীকে ফোন করেন মমতা।
advertisement
দুর্ঘটনা নিয়ে দ্রুত পদক্ষেপ করারও নির্দেশ দেন তিনি। এর পরেই পরিবহণ দফতরের আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসার ডাক দিয়েছেন স্নেহাশিস চক্রবর্তীকে। গত অক্টোবরে মহালয়ার দিন বাঁশদ্রোণীতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নবম শ্রেণির এক পড়ুয়ার। কোচিংয়ে যাওয়ার সময় জেসিবির ধাক্কায় তার মাথায় চোট লেগেছিল। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ওই এলাকায় রাস্তা সারাইয়ের কাজের জন্য চলছিল জেসিবি। এই নিয়ে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়েরা।
২০২৩ সালের অগস্ট মাসে বেহালায় লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া সৌরনীল সরকারের। তার বাবাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ওই ঘটনায় পুলিশ এবং স্থানীয়দের খণ্ডযুদ্ধ বাধে। শেষে পুলিশবাহিনী গিয়ে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে এনেছিল।মঙ্গলবার সল্টলেকেও বাসের ধাক্কায় প্রাণ হারায় চতুর্থ শ্রেণির এক ছাত্র। পরিবহণ মন্ত্রী জানিয়ে দেন, রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটলেই ঘাতক চালকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হবে। পরিবহণ মন্ত্রী বলেন, ‘‘মানুষের জীবনের দাম সবার আগে। এবার থেকে রেষারেষি বা বেপরোয়া গতির বলি হলে ঘাতক চালকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হবে।’’ সবমিলিয়ে রাজ্যে পথ দুর্ঘটনা রুখতে কড়া হচ্ছে রাজ্য সরকার।