TRENDING:

বেসরকারি বাসের রেষারেষি, দুর্ঘটনা, মৃত্যু... কড়া হচ্ছে রাজ্য সরকার

Last Updated:

খুনের মামলা রুজু হতে পারে বাস চালকের বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: দুর্ঘটনায় সল্টলেকে স্কুলপড়ুয়ার মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের পরিবহণমন্ত্রীকে উত্তরবঙ্গ থেকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবহণ দফতর সূত্রে খবর, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে এই ঘটনায় দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। এর পরেই বৃহস্পতিবার দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন স্নেহাশিস। ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের পরিবহণ দফতরের আধিকারিকেরা।
News18
News18
advertisement

আরও পড়ুন– দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া, সপ্তাহের শেষেই কি শীতের আমেজ? জেনে নিন

আগামী ১৪ নভেম্বর সল্টলেকে বৈঠক ডেকেছেন পরিবহণ মন্ত্রী। বৈঠকে স্নেহাশিস চক্রবর্তীর পাশাপাশি থাকবেন পুর-নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। থাকবেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা ও বিধাননগরের সিপি-সহ বিভিন্ন জেলার পুলিশ সুপাররা। এছাড়াও থাকবেন বেসরকারি বাস-মিনিবাস সংগঠন, বিভিন্ন সরকারি পরিবহণ সংস্থার প্রতিনিধিরা।সূত্রের খবর, সল্টলেকের দুর্ঘটনার খবর শুনে পরিবহণমন্ত্রীকে ফোন করেন মমতা।

advertisement

দুর্ঘটনা নিয়ে দ্রুত পদক্ষেপ করারও নির্দেশ দেন তিনি। এর পরেই পরিবহণ দফতরের আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসার ডাক দিয়েছেন স্নেহাশিস চক্রবর্তীকে। গত অক্টোবরে মহালয়ার দিন বাঁশদ্রোণীতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নবম শ্রেণির এক পড়ুয়ার। কোচিংয়ে যাওয়ার সময় জেসিবির ধাক্কায় তার মাথায় চোট লেগেছিল। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ওই এলাকায় রাস্তা সারাইয়ের কাজের জন্য চলছিল জেসিবি। এই নিয়ে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়েরা।

advertisement

আরও পড়ুন– Love Horoscope, November 13, 2024: দেখে নিন কেমন যাবে আজকের প্রেমজীবন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২০২৩ সালের অগস্ট মাসে বেহালায় লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া সৌরনীল সরকারের। তার বাবাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ওই ঘটনায় পুলিশ এবং স্থানীয়দের খণ্ডযুদ্ধ বাধে। শেষে পুলিশবাহিনী গিয়ে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে এনেছিল।মঙ্গলবার সল্টলেকেও বাসের ধাক্কায় প্রাণ হারায় চতুর্থ শ্রেণির এক ছাত্র। পরিবহণ মন্ত্রী জানিয়ে দেন, রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটলেই ঘাতক চালকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হবে। পরিবহণ মন্ত্রী বলেন, ‘‘মানুষের জীবনের দাম সবার আগে। এবার থেকে রেষারেষি বা বেপরোয়া গতির বলি হলে ঘাতক চালকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হবে।’’ সবমিলিয়ে রাজ্যে পথ দুর্ঘটনা রুখতে কড়া হচ্ছে রাজ্য সরকার।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বেসরকারি বাসের রেষারেষি, দুর্ঘটনা, মৃত্যু... কড়া হচ্ছে রাজ্য সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল