TRENDING:

'শিল্পই হবে শেষ কথা', কর্মসংস্থানে জোয়ার আনতে অভিনব উদ্যোগ রাজ্যের

Last Updated:

শিল্পের কাজে দ্রুত সমস্যার সমাধান হবে জানালেন শিল্প মন্ত্রী শশী পাঁজা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যে শিল্পবিকাশের উপযোগী পরিবেশ রয়েছে, রয়েছে মানসিকতাও। এই বার্তা বারবারই দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিনিয়োগ টানতে  বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন  তারই সবচেয়ে বড় উদাহরণ এমনই দাবি করা হয়। আবারও শিল্পবান্ধব মানসিকতার পরিচয় দিল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যে শিল্পের জন্য জমি পাওয়ার রাস্তা আরও সহজ করা হল। লাল ফিতের ফাঁস আরও আলগা করে, রাজ্য সরকার একই জায়গা থেকে শিল্প সংস্থাগুলির বিভিন্ন রকমের ছাড়পত্র দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা শিল্পসাথী পোর্টালটি ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে।
কর্মসংস্থানে জোয়ার আনতে অভিনব উদ্যোগ রাজ্যের
কর্মসংস্থানে জোয়ার আনতে অভিনব উদ্যোগ রাজ্যের
advertisement

দু’মাসের মধ্যে আরও উন্নত সুযোগ-সুবিধা যুক্ত এই পোর্টালটি চালু হয়ে যাবে বলে রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন। নতুন পোর্টালটি সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা কাজ করবে। কলকাতায় এক বণিকসভার অনুষ্ঠানে শিল্পমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে শিল্প পরিকাঠামো মানোন্নয়নে রাজ্য সরকার একটি পৃথক নীতির পরিকল্পনা করছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই খরচ কমাতে বহুমুখী পরিবহণ পরিকাঠামো নীতি চালু করেছে। একই সাথে রাজ্য একটি নিজস্ব নীতি তৈরির কথা চিন্তাভাবনা করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: যেন 'মৃত্যুর উৎসব'! কেউ পদপিষ্ট, কারও হার্ট অ্যাটাক হয়ে মৃত ১৫০-আহত ১৫০

শিল্পমন্ত্রী শশী পাঁজা, " জানিয়েছেন, সরকারের কাছে বিনিয়োগের ক্ষেত্রে বড় বা ছোট শিল্পের মধ্যে কোনও ভেদাভেদ নেই। দু’ধরনের শিল্পের বিনিয়োগকারীকে একই রকম ভাবে সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত রাজ্য। তাঁদের সমস্যা মেটাতেও শিল্প দফতর একই ধরনের তৎপরতা দেখাবে।"

advertisement

ইতিমধ্যেই সিঙ্গল উইন্ডো সিস্টেম  চালুর মাধ্যমে দ্রুততার সঙ্গে মিলবে জমি। আগে রাজ্যে শিল্পের  জন্য জমি পেতে অন্তত দু ধাপে আবেদন করার পর অনুমোদন পেতে বেশ খানিকটা সময় চলে যেত। ছোট ও মাঝারি শিল্প, বড় শিল্পের জন্য পৃথক জায়গায় দরখাস্ত করতে হত।

আরও পড়ুন: হিক... হিক... হিক... একেক সময় হেঁচকি থামতেই চায় না, অবহেলা করবেন না! জানুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

এমনকী শিল্পের কোনও পরিকাঠামো সংক্রান্ত আবেদনও করতে হত অন্যত্র। তা ধাপে ধাপে অনুমোদনের পর কাজের স্তরে পৌঁছতে অনেকটাই সময় লেগে যেত। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবারই বলেছেন যে শিল্পের জন্য আগ্রহীদের জমি দান এবং অন্যান্য বিষয়ে লাল ফিতের ফাঁস আলগা করতে হবে। সহজে, দ্রুততার সঙ্গে তাঁদের চাহিদা পূরণ করে দিতে হবে। সেই নির্দেশ মেনে আগেই খানিকটা গতি এসেছিল এই পদ্ধতিতে। তবে এবার সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু হওয়ায় প্রায় সঙ্গে সঙ্গেই গোটা পদ্ধতি সম্পন্ন হয়ে যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'শিল্পই হবে শেষ কথা', কর্মসংস্থানে জোয়ার আনতে অভিনব উদ্যোগ রাজ্যের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল