TRENDING:

Mamata Banerjee: ডিএ নিয়ে ক্ষোভ কমাতে সহজেই পদোন্নতি! সরকারি কর্মচারীদের কী আশ্বাস দিলেন মমতা?

Last Updated:

নবান্ন সূত্রে খবর, পদোন্নতির সুযোগ বাড়ানোর জন্য সেকশন অফিসার থেকে শুরু করে অ্যাডিশনাল সেক্রেটারির মতো পদের সংখ্যা বাড়ানো হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ডিএ নিয়ে ক্ষোভ প্রশমনে এবার সরকারি কর্মচারীদের পদোন্নতির প্রক্রিয়া সহজ করল রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের একাংশের সঙ্গে আজ বৈঠক করেন। সেখানে ডব্লিউবিসিএস অফিসারদের সংগঠনের প্রতিনিধি সহ একাধিক সরকারি কর্মচারীদের সংগঠনের প্রতিনিধিরা হাজির ছিলেন৷ সেই বৈঠকেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়৷ তবে এদিনের বৈঠকে ডিএ-র দাবিতে আন্দোলনরত যৌথ মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের ডাকা হয়নি৷
বড় ঘোষণা মমতার৷
বড় ঘোষণা মমতার৷
advertisement

নবান্ন সূত্রে খবর, পদোন্নতির সুযোগ বাড়ানোর জন্য সেকশন অফিসার থেকে শুরু করে অ্যাডিশনাল সেক্রেটারির মতো পদের সংখ্যা বাড়ানো হচ্ছে। পাশাপাশি এতদিন ধরে কাজে যোগ দেওয়ার পর ৮, ১৬ ও ২৫ বছর পর প্রমোশন না হলেও CAS-এর সুবিধা পেতেন সরকারি কর্মচারীরা। এবার সেই নিয়মে সরলীকরণ করে কাজে যোগ দেওয়ার ৮, ১৫ ও ২৪ বছরের মাথায় CAS-এর সুবিধা পাবেন কর্মচারীরা।

advertisement

আরও পড়ুন: আবার বাড়ল গরমের ছুটি, কবে খুলবে স্কুল? বড় ঘোষণা মমতার

এর পাশাপাশি, যাঁরা হেলথ স্কিমের আওতায় ছিলেন তাঁদের জন্য ক্যাশলেস চিকিৎসার ঊর্ধ্বসীমা বাড়ানো হলো। এতদিন দেড় লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পেতেন কর্মচারীরা। এবার তা বাড়িয়ে ২ লক্ষ টাকা করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পাশাপাশি সংখ্যালঘু দফতরের অধীনে এসএসকে ও এমএসকে শিক্ষকদের ৩ শতাংশ করে বার্ষিক ইনক্রিমেন্ট এবং অবসর নেওয়ার সময় এককালীন তিন লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ডিএ নিয়ে ক্ষোভ কমাতে সহজেই পদোন্নতি! সরকারি কর্মচারীদের কী আশ্বাস দিলেন মমতা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল