Mamata Banerjee: আবার বাড়ল গরমের ছুটি, কবে খুলবে স্কুল? বড় ঘোষণা মমতার

Last Updated:

গতকালই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি আগামী ৫ জুন খুলবে৷ ৭ জুন থেকে খুলবে প্রাথমিক স্কুলগুলি৷

কলকাতা: আগামী ১৪ জুন পর্যন্ত বাড়ানো হল সরকারি- বেসরকারি স্কুলে গরমের ছুটি। এ দিন নবান্ন থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেহেতু ফের নতুন করে রাজ্য তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, সেই কারণেই গরমের ছুটি বাড়ানো হল৷ নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গরমের ছুটি শেষে ১৫ জুন থেকে সরকারি- বেসরকারি স্কুল খুলবে৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আবহাওয়া দফতর থেকে আমাদের জানানো হয়েছে এখন গরম থাকবে৷ তাই বাচ্চাদের কথা ভেবেই আগামী ১৫ জুন থেকে সরকারি- বেসরকারি স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’
advertisement
গতকালই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি আগামী ৫ জুন খুলবে৷ ৭ জুন থেকে খুলবে প্রাথমিক স্কুলগুলি৷ সেই সিদ্ধান্তই বদল করলেন মুখ্যমন্ত্রী৷ গত ২  মে থেকে রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়েছিল৷ গরম কিছুটা কমার পর আগামী সপ্তাহে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়৷
advertisement
কিন্তু গতকালই আলিপুর আবহাওয়া দফতর থেকে সতর্কবার্তা জারি করে বলা হয়, জুন মাসের শুরু থেকেই কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে৷ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও  তাপমাত্রা বাড়বে৷ বৃষ্টির সম্ভাবনাও সেভাবে নেই৷
আবহাওয়া দফতরের এই সতর্কবার্তার পরই ফের একবার গরমের ছুটি বাড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন নবান্ন থেকে সেই ঘোষণা করেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Mamata Banerjee: আবার বাড়ল গরমের ছুটি, কবে খুলবে স্কুল? বড় ঘোষণা মমতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement