TRENDING:

রাজ্যের ‘পরিত্যক্ত জমি’গুলিতে এবার বাজি কারখানা, জেলাগুলিকে দ্রুত জমি চিহ্নিত করার নির্দেশ নবান্নের

Last Updated:

নবান্ন সূত্রে খবর, মঙ্গলবারের মধ্যেই যাতে সেই জমি চিহ্নিত করে তালিকা নবান্নে পাঠানো হয়, সেই মোতাবেক মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন বিভিন্ন জেলার জেলাশাসকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: রাজ্যের পড়ে থাকা ‘পরিত্যক্ত জমি’তেই এবার বাজি কারখানা করতে চাইছে নবান্ন। ইতিমধ্যেই তার জন্য সোমবার বিশেষ নির্দেশ ফের জেলাগুলিকে পাঠাল নবান্ন। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবারের মধ্যেই সেই জমি খুঁজে বের করে তালিকা পাঠানোর নির্দেশ জেলাশাসকদের দেওয়া হয়েছে মুখ্যসচিবের তরফে।
রাজ্যের ‘পরিতক্ত জমি’গুলিতে এবার বাজি কারখানা, জেলাগুলিকে দ্রুত জমি চিহ্নিত করার নির্দেশ নবান্নের
রাজ্যের ‘পরিতক্ত জমি’গুলিতে এবার বাজি কারখানা, জেলাগুলিকে দ্রুত জমি চিহ্নিত করার নির্দেশ নবান্নের
advertisement

এদিনের দেওয়া নির্দেশে বলা হয়েছে ,যে অঞ্চলে বাজি কারখানা রয়েছে তার সংলগ্ন অঞ্চলেই যে সমস্ত জমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে তার তালিকা তৈরি করে আগামিকাল, মঙ্গলবারের মধ্যেই পাঠাতে। প্রাথমিকভাবে রাজ্য সরকার ক্লাসটার তৈরি করার কথা পরিকল্পনা করলেও আপাতত পরিত্যক্ত জমিগুলিতে বাজি তৈরির কারখানা করতে চাইছে নবান্ন। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই বাজি কারখানার সঙ্গে যুক্ত রয়েছেন কয়েক হাজার শ্রমিক। তাই তাদের আর্থিক সমস্যা যাতে না হয় তার জন্যই দ্রুত এই পদক্ষেপ নিতে চাইছে নবান্ন শীর্ষ মহল।

advertisement

আরও পড়ুন- জলের বোতল আমাদের সব সময়ের সঙ্গী! কিন্তু বোতলের ভিতরের অংশ পরিষ্কার রাখা বড়ই কঠিন! রইল কিছু সহজ উপায়

পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা-সহ কয়েকটি জেলায় একাধিক বাজি কারখানা রয়েছে। ইতিমধ্যেই গত সপ্তাহে মুখ্য সচিব স্পষ্ট নির্দেশ দিয়েছেন জনবহুল এলাকায় বাজি কারখানা করা যাবে না। সেক্ষেত্রে সেই বাজি কারখানা গুলিকে কিভাবে স্থানান্তর করা যায় তার জন্যই সেই অঞ্চলের আশপাশেই পরিত্যক্ত জমি খোজার নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে বাজি কারখানার সঙ্গে যুক্ত শ্রমিকদের অসুবিধা হবে না বলেও মনে করছে নবান্নের শীর্ষ মহল। গত শুক্রবার মুখ্য সচিব জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেন বাজি কারখানাকে কেন্দ্র করে। সেখানে পরিবেশ বান্ধব বাজি বিক্রি করার পাশাপাশি শব্দবাজি বিক্রি নিয়েও একাধিক নিষেধাজ্ঞার কথা জানান মুখ্য সচিব।

advertisement

শুধু তাই নয়, বেআইনি বাজি উদ্ধারের অভিযান আরও চালানোর নির্দেশ পুলিশকে দিয়েছেন মুখ্য সচিব। গত সপ্তাহে শনিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের খাদিকুল গ্রাম পরিদর্শনে যান। খাদিমুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম গার্ডের চাকরি ও আর্থিক সুবিধা তুলে দেন মুখ্যমন্ত্রী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এগরার কৃষি বিশেষজ্ঞের দুর্দান্ত বিজনেস আইডিয়া! পতিত জমিতে চাষ করেও ২০ বছর ধরে মিলবে ফল
আরও দেখুন

এরই সঙ্গে আগামী দিনে রাজ্য সরকার যে ক্লাস্টার গড়ে তুলতে চায় সেই বিষয়েও জানান মুখ্যমন্ত্রী। তার পরপরই মুখ্য সচিবের তরফে জেলাশাসকদের এই নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, মূলত কোন কোন জেলায় বাজি কারখানাকে কেন্দ্র করে কী কী ধরনের পরিকাঠামো গড়ে তোলা যেতে পারে তার জন্যই দ্রুত এই তালিকা যাওয়া হয়েছে জেলাশাসকদের কাছে বলেই মনে করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যের ‘পরিত্যক্ত জমি’গুলিতে এবার বাজি কারখানা, জেলাগুলিকে দ্রুত জমি চিহ্নিত করার নির্দেশ নবান্নের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল