TRENDING:

Ladies Special Bus: চাকরিজীবী মহিলাদের জন্য সুখবর! এবার চালু হচ্ছে ‘মহিলা স্পেশ্য়াল বাস’, কোথা থেকে কখন থাকবে পরিষেবা, জানুন

Last Updated:

জানা গিয়েছে, এর আগেও মহিলা স্পেশাল বাস চালানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা ফলপ্রসূ হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মহিলা চাকরিজীবীদের কথা ভেবে এবার বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের৷ চালু হচ্ছে ‘লেডিস স্পেশ্য়াল বাস’৷ এই বাসে উঠতে পারবেন শুধুমাত্র মহিলারাই৷ মঙ্গলবার হাওড়া থেকে এই বিশেষ বাসের উদ্বোধন করবেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী৷ মঙ্গলবারের পর থেকে প্রতিদিনই হাওড়া থেকে ছাড়ার কথা এই লেডিস স্পেশ্য়াল বাসের৷
advertisement

সূত্রের খবর, রোজ সকাল সাড়ে ৯টা এবং ১০টা দু’টো মহিলা স্পেশ্য়াল বাস চলবে হাওড়া থেকে বালিগঞ্জের উদ্দেশে৷ এই বাসের ড্রাইভার এবং কন্ডাক্টরও মহিলা হবে৷ হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ পর্যন্ত চলবে এই বাস। এসপ্ল্যানেড, গড়িয়াহাট ছুঁয়ে যাবে। ভাড়া হবে ৮ টাকা থেকে ১১ টাকা। স্কুলের, কলেজের, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত মহিলাদের ক্ষেত্রে থাকবে বিশেষ ছাড়।

advertisement

আরও পড়ুন: ‘সরকার গড়তে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, দেশ চালাতে ঐকমত্য,’ অধিবেশনের আগেই বিরোধীদের কড়া বার্তা মোদির

আরও পড়ুন: বদলে যাচ্ছে লাস্ট মেট্রোর সময়! আজ থেকেই শুরু…না জানলেই রাত বিরেতে বিপদ

জানা গিয়েছে, এর আগেও মহিলা স্পেশ্য়াল বাস চালানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা ফলপ্রসূ হয়নি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইতিমধ্যেই রাজ্যে মহিলাদের জন্য একাধিক সামাজিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে একাধিক সামাজিক প্রকল্প করা হয়েছে। এবার তার সঙ্গে ‘‌লেডিস স্পেশ্য়াল বাস’‌ যুক্ত হলে মহিলাদের জন্য বড় সুখবর হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী মহিলাদের সুবিধার কথা ভেবে ‘‌লেডিস স্পেশ্য়াল বাস’‌ চালু করছেন রাজ্যে। মহিলারা যাতে সুরক্ষিতভাবে দ্রুত কর্মক্ষেত্রে পৌঁছতে পারেন সেজন্য এটা করা হয়েছে। বাসের সামনে লেডিজ স্পেশ্য়াল লেখা থাকবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Ladies Special Bus: চাকরিজীবী মহিলাদের জন্য সুখবর! এবার চালু হচ্ছে ‘মহিলা স্পেশ্য়াল বাস’, কোথা থেকে কখন থাকবে পরিষেবা, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল