স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত পড়ুয়াদের লোন দেওয়া হবে বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া নিয়ে নতুন বছরের শুরুতে ফের তৎপর হল নবান্ন। শুক্রবার রাজ্যের অর্থ সচিব-সহ নবান্নের উচ্চপর্যায়ের আধিকারিকরা স্টেট লেভেল ব্যাঙ্কার কমিটির সঙ্গে আলোচনায় বসেন। সেই আলোচনাতে রাজ্যের বিভিন্ন স্কিমের কথা আলোচনা হয়। সেই আলোচনাতেই উঠে আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রসঙ্গ।
advertisement
আরও পড়ুন: রাত বাড়লেই বাঘের ভয়, এখনও বিদ্যুৎ আসেনি সুন্দরবনের এই গ্রামে!
বৈঠকের পর মুখ্যমন্ত্রীর অর্থ উপদেষ্টা অমিত মিত্র জানিয়েছেন. "৩৭৭৮২ জনকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়া সম্ভব হয়েছে অনেক বাধা বিঘ্ন কাটিয়ে। যার লোনের পরিমাণ ১১০৫ কোটি টাকা।" যদিও এখনও কয়েক হাজার ছাত্রছাত্রীর স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন পাওয়া অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও এদিনের বৈঠক শেষে জানান অমিত মিত্র। তিনি বলেন, "স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বাতিলের সংখ্যা অনেকটাই বেশি। আরও ২১ হাজার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আজকের বৈঠকে আমাদের ব্যাঙ্কগুলি জানিয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যেই সেই অনুমোদনগুলি দিয়ে দেওয়া হবে।"
আরও পড়ুন: জ্বর-অ্যালার্জি থেকে ক্যানসার, ১২৯টি ওষুধের দাম কমছে জানুয়ারিতে
যদিও কিছু তথ্য অসম্পূর্ণ থাকার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন পাওয়ার অনুমোদনের অপেক্ষায় রয়েছে ২১ হাজার। এ প্রসঙ্গে অমিত মিত্র বলেন, "১৫ জানুয়ারির মধ্যেই বাকি ২১ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনুমোদন ও ব্যাঙ্কগুলি দিয়ে দেবে।"এক্ষেত্রে আগামী ১৫ জানুয়ারির মধ্যে ৮২ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়া সম্ভব হবে বলেই আশাবাদী নবান্ন। প্রসঙ্গত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়ায় প্রথমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোকের সঙ্গে একাধিক বার আলাপ-আলোচনা করতে হচ্ছিল রাজ্যকে। সেই কাজ অনেকটা ধীর গঠিত হচ্ছিল বলে, প্রথম দফা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়ার গতিও বাড়াতে পারছিল না নবান্ন।
শুক্রবারে বৈঠকের পর স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়ার পরিমাণ অনেকটাই বাড়বে বলেই আশাবাদী নবান্নের শীর্ষ মহল। ইতিমধ্যেই আবেদনকারী সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে বলেও সূত্রের খবর। চলতি শিক্ষাবর্ষের জন্যও বহু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন। সেক্ষেত্রে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়ার গতি না বাড়ালে খানিকটা সমস্যার মুখে পড়তে হবে এই আশঙ্কার কথা মাথায় রেখেই এই দিনের বৈঠকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডকেই অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরা হয়েছে ব্যাঙ্কগুলির সামনে বলেই মনে করছে প্রশাসনিক মহল।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়