TRENDING:

প্রকৃতি পুজোর মধ্য দিয়ে ম্যানগ্রোভ রোপণে বিশেষ জোর, ২ বছরে ১৫ কোটি গাছ লাগাল রাজ্য

Last Updated:

একের পর এক ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছিল রাজ্যের ম্যানগ্রোভ অরণ্যের। সেই ক্ষতি পূরণে , উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মোট ১৫ কোটি ম্যানগ্রোভ রোপণ করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২০২০ সালে আমফান, ২০২১ এর ইয়াসের মতো ঝড়ে বিপুল ক্ষতি হয়েছিল সুন্দরবনের ম্যানগ্রোভের৷ এর পরেই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, বৃহত্তর ম্যানগ্রোভ অঞ্চলকে আরও বৃদ্ধি করা হবে৷ সেই মোতাবেক কাজ শুরু হয়৷ গত দু'বছর ধরে দুই ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জুড়ে প্রায় ১৫ কোটি ৫৪ লক্ষ ম্যানগ্রোভ রোপণ করা হয়েছে। এর মধ্যে সুন্দরবনের একটা বড় অংশ দক্ষিণ ২৪ পরগণায় ম্যানগ্রোভ রোপণ করা হয়েছে ১২ কোটির বেশি৷
advertisement

রাজ্যের বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, "এই ১৫ কোটি ৫৪ লক্ষ ম্যানগ্রোভ আমরা কী ভাবে রোপণ করলাম সেই অভিযান দেশের বাকি রাজ্যগুলিকে শেখাবে বাংলা। অন্ধ্র, ওড়িশা, গোয়ার মতো উপকূলীয় রাজ্যগুলিকে শেখাবেন বাংলার বন দফতরের আধিকারিকরা।" বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরাও থাকবেন এখানে। ঘূর্ণিঝড় ইয়াসের পর নবান্নে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ম্যানগ্রোভ রোপণ করার কথা বলেছিলেন। এই বিষয়ে উদ্যোগী ভূমিকা নেয় রাজ্যের পরিবেশ ও বন দফতর।

advertisement

বন দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মোট ১৫ কোটি ম্যানগ্রোভ রোপণ করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী চর এলাকায় এই ম্যানগ্রোভ রোপণ করা হয়েছে। এক বছরের মধ্যে ম্যানগ্রোভ রোপণের কাজ শেষ হয়ে গিয়েছে। উপকূলবর্তী এলাকায় বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ম্যানগ্রোভ রোপণের কাজ হয়। শুধুমাত্র ম্যানগ্রোভ রোপণ করাই নয়, সাধারণ মানুষের মধ্যে সচেতনতাও যাতে বৃদ্ধি পায়, সেই উদ্যোগই নিয়েছে পরিবেশ দফতর।

advertisement

আরও পড়ুনঃ ডু অর ডাই ম্যাচে পাহাড় প্রমাণ প্রত্যাশার চাপ, ভরসা সেই ১০ নম্বর জার্সিধারীর বাঁ পায়ের জাদু

দক্ষিণ ২৪ পরগনায় ম্যানগ্রোভ গাছ কাটার ঘটনায় উদ্বিগ্ন রাজ্য সরকার। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পরিবেশপ্রেমীরা জানিয়েছেন, ‘‌ম্যানগ্রোভ রক্ষা করতে গ্রামবাসীদেরই দায়িত্ব নিতে হবে। উপকূলবর্তী জেলাগুলি যাতে ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে রক্ষা পায়, সেজন্য ম্যানগ্রোভ রোপন করা খুবই গুরুত্বপূর্ণ।’‌‌আমফান, ইয়াসের মতো একাধিক ঘূর্ণিঝড়ের পর উপকূলবর্তী জেলায় প্রাকৃতিক বিপর্যয় সামলাতে ম্যানগ্রোভ অরণ্য করার ওপর জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ কোটি ম্যানগ্রোভ রোপণের কথা বলেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণার এক বছরের মধ্যে সেই ম্যানগ্রোভ রোপণের কাজ শেষ করতে পেরেছে পরিবেশ দফতর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ABIR GHOSHAL

বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রকৃতি পুজোর মধ্য দিয়ে ম্যানগ্রোভ রোপণে বিশেষ জোর, ২ বছরে ১৫ কোটি গাছ লাগাল রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল