শিক্ষাপ্রতিষ্ঠান, স্বশাসিত সংস্থা সহ সমস্ত রাজ্য সরকারের প্রতিষ্ঠানের কর্মীদের জন্য পূজোর মাসের বেতনের দিনক্ষণ স্থির হয়েছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবান্ন। ২৪ ও ২৫ সেপ্টেম্বর চলতি মাসের বেতন হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাজ্য সরকারি দফতরে পুজোর ছুটি পড়ছে ২৬ শে সেপ্টেম্বর। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। পেনশন প্রাপক ও সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা ১ অক্টোবর দেওয়া হবে।
advertisement
এর আগে পশ্চিমবঙ্গের কর্মীদের জন্য একই ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার৷ দুর্গা পুজোর কথা মাথায় রেখে সেপ্টেম্বর মাসের বেতন আগাম দিয়ে দেওয়ার কথা জানানো হয়৷ এ রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ২৬ সেপ্টেম্বর বেতন পাবেন৷ অবসরপ্রাপ্ত কর্মীরাও ওই দিন পেনশন পেয়ে যাবেন৷ এর ফলে এ রাজ্যের প্রায় ৩ লক্ষ ১৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2025 9:21 PM IST
