বহু বেসরকারি স্কুলে ফি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানির সময় বিচারপতি মন্তব্য করেন, ‘অনেক ক্ষেত্রে অনৈতিকভাবে ফি বৃদ্ধি করা হচ্ছে। বেসরকারি স্কুলের ওপর রাজ্যের নিয়ন্ত্রণ থাকবে না, এটা হতে পারে না। রাজ্য অর্থ বরাদ্দ করে না বলে নিয়ন্ত্রণ থাকবে না!’
আরও পড়ুন: ‘বিজেপির পরাজয় নিশ্চিত, হারিয়ে দেবেন ‘উনি’ নিজেই’, এবার বিস্ফোরক ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের
advertisement
বিচারপতি এমনও বলেন, ‘সব ক্ষেত্রে আদালত নির্দেশ দিতে পারে না। কেন রাজস্থান মডেল মানা হচ্ছে না। সেখানকার পুরো মেকানিজম দেখা উচিত। কেন রাজ্যের শিক্ষামন্ত্রী এটা নিয়ে ভাবছেন না? রাজ্য বিল এনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে পারে।’
অযথা ফি বৃদ্ধি নিয়ে বিচারপতি বলেন, ‘ঘোড়া বা উটের দৌড় শেখানো হলেও একটা সাধারণ ফি রাখা উচিত। অনেক স্কুলের এটা বাড়তি আয়ের জায়গা। রাজ্য চোখ বন্ধ করে রাখতে পারে না। সব ক্ষেত্রে আদালত নির্দেশ দিতে পারে না।’