Prashant Kishor: 'বিজেপির পরাজয় নিশ্চিত, হারিয়ে দেবেন 'উনি' নিজেই', এবার বিস্ফোরক ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

Last Updated:

Prashant Kishor: পিকে-র চ্যালেঞ্জ, ''আজ যদি বিহারের জনগণ কারও প্রতি সবচেয়ে বেশি ক্ষুব্ধ থাকে, তাহলে তিনি হলেন নীতীশ কুমার।''

কাকে নিশানা করলেন পিকে?
কাকে নিশানা করলেন পিকে?
পটনা: জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। প্রশান্ত কিশোর বলেছেন, NDA-তে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে যে সংশয় চলছে, বিজেপি যদি সাহসী হয়, তাহলে তারা বিহারের পরবর্তী বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করে লড়ুক। পিকে-র চ্যালেঞ্জ, ”আজ যদি বিহারের জনগণ কারও প্রতি সবচেয়ে বেশি ক্ষুব্ধ থাকে, তাহলে তিনি হলেন নীতীশ কুমার।”
প্রশান্ত কিশোরের কথায়, ”বিহারের জনগণ নীতীশ কুমারের অফিসার রাজ নিয়ে বিরক্ত, এমনকী বিজেপিও জানে যে নীতীশ কুমার আজ রাজনৈতিক বোঝা হয়ে গিয়েছেন এবং কেউ তাকে কাঁধে তুলে সমস্যা পার করাতে পারবে না। কিন্তু নিয়তি এমন যে, বিজেপির জন্যও বাধ্যতামূলক হয়ে গেছে, তারা পরবর্তী নির্বাচন নীতীশ কুমারের নেতৃত্বে লড়বে এবং নীতীশ কুমারই NDA-র মুখ হবেন।”
advertisement
advertisement
বিহারের রাজনীতিতে ধীরেধীরে নিজেকে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা চালাচ্ছেন। সেই সূত্রে প্রশান্ত কিশোর বলেছেন, ”জন সুরজ পার্টির জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না যে, NDA-কে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে বিধানসভা নির্বাচনে নামতে হচ্ছে। যদি এমন হয় তাহলে ২০২০-র নির্বাচনে জেডিইউ-র সঙ্গে যা হয়েছিল, এবার জেডিইউ-র সঙ্গেসঙ্গে বিজেপির সঙ্গেও তাই ঘটবে।”
advertisement
তিনি বলেন, ”বিহারের মানুষের চিন্তা করার পরিবর্তে বিজেপি দিল্লির কিছু সাংসদের লোভের কারণে বিহারকে নীতীশ কুমারের হাতে ছেড়ে দিয়েছে। যদিও বিজেপি জানে, নীতীশ কুমার কিছুই করছেন না। তাই পরবর্তী নির্বাচনে জনগণ জেডিইউ এবং বিজেপি উভয়কেই শিক্ষা দেবে।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Prashant Kishor: 'বিজেপির পরাজয় নিশ্চিত, হারিয়ে দেবেন 'উনি' নিজেই', এবার বিস্ফোরক ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement