Prashant Kishor: 'বিজেপির পরাজয় নিশ্চিত, হারিয়ে দেবেন 'উনি' নিজেই', এবার বিস্ফোরক ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Prashant Kishor: পিকে-র চ্যালেঞ্জ, ''আজ যদি বিহারের জনগণ কারও প্রতি সবচেয়ে বেশি ক্ষুব্ধ থাকে, তাহলে তিনি হলেন নীতীশ কুমার।''
পটনা: জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। প্রশান্ত কিশোর বলেছেন, NDA-তে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে যে সংশয় চলছে, বিজেপি যদি সাহসী হয়, তাহলে তারা বিহারের পরবর্তী বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করে লড়ুক। পিকে-র চ্যালেঞ্জ, ”আজ যদি বিহারের জনগণ কারও প্রতি সবচেয়ে বেশি ক্ষুব্ধ থাকে, তাহলে তিনি হলেন নীতীশ কুমার।”
প্রশান্ত কিশোরের কথায়, ”বিহারের জনগণ নীতীশ কুমারের অফিসার রাজ নিয়ে বিরক্ত, এমনকী বিজেপিও জানে যে নীতীশ কুমার আজ রাজনৈতিক বোঝা হয়ে গিয়েছেন এবং কেউ তাকে কাঁধে তুলে সমস্যা পার করাতে পারবে না। কিন্তু নিয়তি এমন যে, বিজেপির জন্যও বাধ্যতামূলক হয়ে গেছে, তারা পরবর্তী নির্বাচন নীতীশ কুমারের নেতৃত্বে লড়বে এবং নীতীশ কুমারই NDA-র মুখ হবেন।”
advertisement
advertisement
বিহারের রাজনীতিতে ধীরেধীরে নিজেকে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা চালাচ্ছেন। সেই সূত্রে প্রশান্ত কিশোর বলেছেন, ”জন সুরজ পার্টির জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না যে, NDA-কে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে বিধানসভা নির্বাচনে নামতে হচ্ছে। যদি এমন হয় তাহলে ২০২০-র নির্বাচনে জেডিইউ-র সঙ্গে যা হয়েছিল, এবার জেডিইউ-র সঙ্গেসঙ্গে বিজেপির সঙ্গেও তাই ঘটবে।”
advertisement
তিনি বলেন, ”বিহারের মানুষের চিন্তা করার পরিবর্তে বিজেপি দিল্লির কিছু সাংসদের লোভের কারণে বিহারকে নীতীশ কুমারের হাতে ছেড়ে দিয়েছে। যদিও বিজেপি জানে, নীতীশ কুমার কিছুই করছেন না। তাই পরবর্তী নির্বাচনে জনগণ জেডিইউ এবং বিজেপি উভয়কেই শিক্ষা দেবে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2025 6:13 PM IST