স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান (West Bengal Covid Update) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৩৫ জন। যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম। দৈনিক সংক্রমিতের নিরিখে কলকাতা এবং উত্তর ২৪ পরগনার মধ্যে প্রতিযোগিতা অব্যাহত। রবিবারের রিপোর্টে সংক্রমণের নিরিখে অবশ্য শীর্ষে ছিল উত্তর ২৪ পরগনা। সেখানে সংক্রমিত ১৩৭ জন। কলকাতায় এদিন ১০৮ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। তার ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৫ হাজার ৮৭২ জন।
advertisement
কিন্তু চিন্তা বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃতের সংখ্যা। রবিবার প্রাণ গিয়েছে ৩৪ জনের। দৈনিক মৃতের নিরিখে নিরিখে শীর্ষে কলকাতা। সেখানে একদিনে করোনার (Covid Daily Updates Bengal) বলি ১৪ জন। এখনও পর্যন্ত বঙ্গে মোট প্রাণ গিয়েছে ২০ হাজার ৮২৩ জনের। যা কিছুটা উদ্বেগের। আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টা ২ হাজার ৮৩ জন করোনামুক্ত হয়েছেন। কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৬৭ হাজার ৫৫ জন। অ্যাকটিভ কেস ১৭ হাজার ৯৯৪ জন।
আরও পড়ুন : অভিনব কায়দায় লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জ্ঞাপন রাজ্যের দাপুটে পুলিশ কর্তার!
কোভিড সংক্রমণ (Covid Daily Updates Bengal) রুখতে টেস্ট এবং টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। এদিন ২৫ হাজার ২০টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার ৮৯টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট কমে দাঁড়াল ৩.৩৪ শতাংশ। এদিন ১৬ হাজার ৬৭৪ জন টিকা নিয়েছেন। ১ হাজার ২৩৪ জন প্রথম এবং বাকি ১২ হাজার ২৬২ জন নিয়েছেন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ।
বিশেষজ্ঞদের মতে, রাজ্যে করোনা গ্রাফ (West Bengal Covid Update) নিম্নমুখী হলেও সাবধানতা অবলম্বন করতেই হবে। কারণ সামান্য উদাসীন মনোভাবও ঝুঁকির হয়ে উঠতে পারে। বেপরোয়া জীবনযাপনের ফলে ফের প্রভাব ফেলতে পারে কোভিড গ্রাফে। আবারও হু হু করে বাড়তে পারে সংক্রমণ। তাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। করোনা বিধি কার্যকর করতে কোনও কসুর রাখছে না প্ৰশাসনও।