কলকাতায় গতকালের থেকে ৮০০ এর ওপর বাড়ল সংক্রমিতের (Kolkata Coronavirus) সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩১৯৪ জন। কলকাতা বাদ দিয়ে আর কোনও জেলায় দৈনিক কোভিড সংক্রমণ (West Bengal Covid-19 Update) হাজার পেরয়নি। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে গত ২৪ঘণ্টায় করোনা পজিটিভ হয়েছেন ৯৯৪ জন। করোনা যুদ্ধে সবচেয়ে এগিয়ে কালিম্পং, এখানে একদিনে আক্রান্ত হয়েছেন ৩ জন।
advertisement
অন্যদিকে বীরভূমে আক্রান্ত হঠাৎ করে অনেকটাই বেড়েছে, ১৪০ জন আক্রান্ত। করোনা সংক্রমণের (West Bengal Covid-19 Update) হার গতকালের ১২.০২% থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৫.৯৩%। যদিও আজও করোনা পরীক্ষা অনেকটাই কম হয়েছে, মাত্র ৩৮,৬৩৩ জনের।
আরও পড়ুন: আর নাইট-শো নয়? রাজ্যে করোনাবিধির কড়াকড়ি সিনেমা হলেও, মানতে হবে একাধিক শর্ত!
একইসঙ্গে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ হাজার ৪০৭ জন। শতাংশের হারে ৯৭.৭৭ শতাংশ। পজিটিভি রেটও বাড়ছে হু হু করে। গত ২৪ ঘণ্টায় এই রেট ১৫.৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৮,৬৩৩।
রাজ্য স্বাস্থ্যদফতরের (West Bengal Coronavirus) পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে বঙ্গে করোনা অ্যাকটিভ কেস ১৭ হাজার ৩৮, গত ২৪ ঘণ্টাতেই শুধুমাত্র ৩৭৩৮ টি অ্যাকটিভ কেস বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: বিয়েবাড়ির সর্বোচ্চ উপস্থিতি ৫০! অন্যান্য সামাজিক অনুষ্ঠানে কত? সংখ্যা বেঁধে দিল সরকার...
এদিকে আগামিকাল থেকেই শুরু হচ্ছে রাজ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য করোনার টিকাকরণ (West Bengal Covid Vaccination)। কলকাতার (Kolkata Coronavirus) ক্ষেত্রে সবকটি মেডিকেল কলেজ, ৩৭ টি পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, প্রত্যেক বোরোতে একটি স্কুলে ও রাজ্যের ৪৭৯ টি ব্লকের একটি করে স্কুল-এ এছাড়াও কলকাতা বাদে রাজ্যের অন্যত্র ৩৩৮ টি সরকারি হাসপাতালে টিকাকরণ কাল শুরু হবে বলেও জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। স্কুল বন্ধ থাকলেও স্কুলে স্কুলে চলবে টিকাকরণ অভিযান।