আরও পড়ুন- দক্ষিণ ভারতে মৃত্যু বাংলার দুই পরিযায়ী শ্রমিকের! সেপ্টিক ট্যাঙ্কে উদ্ধার দেহ
স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেনি। এই মুহূর্তে রাজ্যে করোনা সংক্রমণের হার ৯.৯২%। কোভিড-১৯কে হারিয়ে সুস্থ হয়েছেন ২০,০০,৫০২ জন। অর্থাৎ আরোগ্যের হার ৯৮.৭২%।
ভারত গত ২৪ ঘণ্টায় ১১,৭৯৩ টি নতুন করোনাভাইরাস সংক্রমণ ঘটেছে। মোট COVID-19 সংক্রমণের সংখ্যা ৪,৩৪,১৮,৮৩৯ ছুঁয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, মোট সক্রিয় সংক্রমণের সংখ্যা ৯৬,৭০০। ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু ঘটেছে। দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫,২৫,০৪৭-এ পৌঁছেছে।
advertisement
আরও পড়ুন- "ক্যান্সার হয়েছে": ক্রাউডফান্ডিং করে ৪৩ লাখ টাকা তুলে যা করলেন এই মহিলা...
সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.২১ শতাংশ। COVID-19 থেকে সেরে ওঠার হার ৯৮.৫৮ শতাংশ, জানিয়েছে মন্ত্রক।