আরও পড়ুন- দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, দল থেকে সাময়িক বরখাস্ত রীতেশ-জয়প্রকাশ
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনাকে (Covid-19 Cases in WB) হারিয়ে সেরে উঠেছেন ২০,১৫৭ জন। যাতে রোগমুক্তির হার বেড়ে হয়েছে ৯৪.১৭ শতাংশ। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৮,৫৪,৮৮১ জন মানুষ এই রোগ থেকে সুস্থ হয়েছেন। উত্তর ২৪ পরগনার এবং কলকাতায় গত চব্বিশ ঘণ্টায় নতুন করে পাঁচ জনের মৃত্যু হয়েছে COVID-19 এ আক্রান্ত হয়ে।
advertisement
আরও পড়ুন- School Reopen: এবার পাড়ায় শিক্ষালয় খোলার চিন্তা ভাবনা রাজ্য সরকারের
উত্তর ২৪ পরগনায় সংক্রমণের সংখ্যাও বেড়েছে হু হু করে। নতুন করে এই জেলায় সংক্রমিত হয়েছেন ৬৭৮ জন। এর পরেই রয়েছে কলকাতা যেখানে সংক্রমণের সংখ্যা ৪৯৬। এখনও অবধি এ রাজ্যে ২.২৮ কোটিরও বেশি কোভিড পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে সরকার। রবিবার রাজ্যে ৫১,৪২১ টি কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। সরকারি তরফে জানানো হয়েছে, ৭,১৬,৮৪২ টি ভ্যাক্সিনের ডোজ দেওয়া হয়েছে গত চব্বিশ ঘণ্টায় রাজ্য জুড়ে। এই রাজ্যে এখনও অবধি মোট ভ্যাক্সিনেশনের সংখ্যা ১১.৮৭ কোটিরও বেশি, জানান রাজ্য সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। কলকাতা বন্দর এলাকার ১৫-১৮ বছর বয়সী অন্তত ১৯ জন মেয়েকে জাতীয় কন্যা শিশু দিবস (National Girl Child Day) উপলক্ষ্যে রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশন, সেভ দ্য চিলড্রেন এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে কোভিডের টিকা দেওয়া হয়।