TRENDING:

Duare Sarkar Camp: আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার, ওমিক্রন আতঙ্কে সতর্ক নবান্ন

Last Updated:

আগামী ২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প৷ এর আগে দুয়ারে সরকারের সব ক্যাম্পেই নানা সরকারি সুবিধে পেতে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছেন (Duare Sarkar Camp)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকারের (Duare Sarkar) শিবির৷ কিন্তু ওমিক্রন (Omicron) আতঙ্কের কথা মাথায় রেখে দুয়ারে সরকার শিবির নিয়ে সতর্ক থাকতে চাইছে রাজ্য সরকার৷ দুয়ারে সরকারের ক্যাম্পে যাতে অতিরিক্ত ভিড় না হয়, জেলা প্রশাসনের কর্তাদের সেই নির্দেশ দিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

আগামী ২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প৷ এর আগে দুয়ারে সরকারের সব ক্যাম্পেই নানা সরকারি সুবিধে পেতে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছেন৷ এ দিকে রাজ্যে ইতিমধ্যেই বেশ কয়েকজন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে৷

আরও পড়ুন: বারের দুয়ারে সরকারে কোন কোন প্রকল্প থাকছে? জানিয়ে দিল নবান্ন

advertisement

বিশেষত শহর কলকাতায় ওমিক্রন নিয়ে ভয় বাড়ছে৷ এই পরিস্থিতিতে কলকাতা সহ কয়েকটি জেলাকে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে৷ দুয়ারে সরকার ক্যাম্পে যাতে শারীরিক দূরত্ব বজায় রাখা হয়, তা নিশ্চিত করার জন্য পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে৷

আরও পড়ুন: পরীক্ষার্থীদের জন্য সুখবর! কবে থেকে শুরু হচ্ছে জয়েন্ট বোর্ডের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার আবেদনপত্র পূরণ?

advertisement

এর পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্প মানুষ যাতে সুষ্ঠু পরিষেবা পান, সে বিষয়েও জেলা প্রশাসনগুলিকে সতর্ক করা হয়েছে৷ জেলাশাসকদের মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন, দুয়ারে সরকারের পরবর্তী ক্যাম্পে যে সমস্ত আবেদন জমা পড়বে, সেগুলির ২৮ অগাস্টের মধ্যে নিষ্পত্তি করতে হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এবারের দুয়ারে সরকার ক্যাম্পে বেশ কয়েকটি নতুন পরিষেবা যুক্ত করা হয়েছে৷ তার মধ্যে রয়েছে মৎস্যজীবী, মৃৎশিল্পী এবং তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড প্রদানের ব্যবস্থা৷ এ ছাড়াও খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, জাতিগত শংসাপত্রের মতো বিভিন্ন সরকারি পরিষেবা মিলবে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Duare Sarkar Camp: আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার, ওমিক্রন আতঙ্কে সতর্ক নবান্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল