প্রাথমিকে ট্রেন্ডে, হাড়োয়া থেকে তৃণমূল এগিয়ে রয়েছে ১২৯৭৩ ভোটে। মেদিনীপুর থেকে ৫ হাজারেরও বেশি ভোটে তৃণমূল এগিয়ে রয়েছে। সিতাই থেকে তৃণমূল এগিয়ে রয়েছে ১৫৩০০-এরও বেশি ভোটে। নৈহাটিতে তৃণমূল এগিয়ে রয়েছে ১৪৬৯০ ভোটে। তালড্যাংরা থেকে তৃণমূল এগিয়ে রয়েছে ৩৩০০ ভোটে। হাড়োয়া থেকে তৃণমূল এগিয়ে রয়েছে ১২৯৭৩ ভোটে। এই ট্রেন্ড বজায় থাকলে আরজি কর কাণ্ডের পর প্রথম কঠিন পরীক্ষায় সাফল্যের সঙ্গে উতড়ে যাবে তৃণমূল।
advertisement
প্রাথমিক প্রবণতায় মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকেও এগিয়ে রয়েছে তৃণমূল। ২০২১ সালের ভোটে এখান থেকে জয়ী হয় বিজেপি। সেখানেও এগিয়ে তৃণমূল। সিতাই থেকে এ বার তৃণমূল প্রার্থী করেছে সঙ্গীতা রায়। তিনি ১৪ হাজার ১৩৩ ভোটে এগিয়ে রয়েছে। বাঁকুড়ার তালড্যাংরা থেকেও এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। এ বারের উপনির্বাচনে সেখান থেকে তৃণমূল প্রার্থী করেছে ফাল্গুনী সিংহবাবুকে।
হাড়োয়াতে প্রথম রাউন্ড গণনা শেষে প্রায় সাত হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। দ্বিতীয় স্থানে রয়েছেন আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম । মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে দ্বিতীয় রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ৫ হাজার ৮৩৬ ভোটে। চতুর্থ রাউন্ডের পরে নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে ১৯৯০০ ভোটে এগিয়ে আছেন।