কিন্তু কেনও এমন করলেন বিজেপি বিধায়করা?
এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক অশোক দিন্দা বলেন, 'আমাদের দলটা শৃঙ্খলাবদ্ধ দল। আর আমাদের প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারতের প্রবক্তা। তাই এটা আমাদের দায়িত্ব। একটা বিক্ষোভ কর্মসূচিতে কাগজ ছেঁড়া হতে পারে, কুশপুত্তলিকা পোড়ানো হতে পারে। কিন্তু কর্মসূচি শেষ হয়ে গেলে সেই জায়গাটা পরিষ্কার করে দেওয়া উচিত। যেমন খেলার মাঠ সব সময় পরিষ্কার করে রাখা হয়। তেমনভাবেই এই বিধানসভা আমাদের কর্মস্থল তাই আমাদের উচিত এই জায়গাটা পরিচ্ছন্ন রাখা।'
advertisement
আরও পড়ুন: মার্চেই বিধায়ক-সাংসদদের নিয়ে বিজেপির দেউচা-পাচামি অভিযান, নবান্ন অভিযান নিয়েও আলোচনা
স্বচ্ছ ভারতের বার্তা নিয়ে সারা দেশেই সামাজিক আন্দোলন করে বিজেপি। ঘটা করে দিনক্ষণ ঘোষণা করে রাস্তা-ঘাট স্টেশন, পার্ক পরিষ্কার কর্মসূচি নেওয়া হয় দলের পক্ষ থেকে। বিভিন্ন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফাই অভিযান ভাইরাল হয়েছিল। এই নিয়ে বিতর্কও কম হয়নি। তবে পরিচ্ছন্নতার বার্তা দিতে কখনো পিছুপা হয়নি বিজেপি। শুক্রবার দলীয় বিধায়কদের পদক্ষেপ এই কাজেরই অঙ্গ। তবে বিধানসভায় এমন ঘটনা সকলের প্রশংসা কুড়িয়েছে।
Ujjal Roy