এদিন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ''আমাদের ধারাবাহিকভাবে মানুষের জন্য করা নানা সরকারি দায়িত্বশীল, অনুভূতিশীল, পূর্ণাঙ্গ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছে। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্য়মে আমরা কোটি কোটি মানুষের কাছে পৌঁছতে পেরেছি। তথ্য ও প্রযুক্তি ভিত্তিক কর্মসূচি বিশ্ব জুড়ে প্রশংসিত হচ্ছে।''
আরও পড়ুন: ৩ ব্যক্তির মাধ্যমে মানিকের কাছে পৌঁছত টাকা, ছেলের বিরুদ্ধেও এবার কড়া ব্যবস্থা ইডি'র!
advertisement
চন্দ্রিমার সংযোজন, ''এখনও পর্যন্ত পাঁচটি পর্যায়ে দুয়ারে সরকারের ৩.৭১ লক্ষ শিবির অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৯ . ০৬ কোটি মানুষ এই শিবিরে অংশ নিয়ে উপকৃত হয়েছেন। এই প্রকল্পের সাফল্যের জন্য আমরা মাননীয়া রাষ্ট্রপতির কাছ থেকে প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পেয়েছি।''
আরও পড়ুন: পথ দুর্ঘটনা কেড়ে নিল লড়াকু অমিত-কে, SSKM-এ নিয়ে আসার পথে মৃত্যু ইউটিউবারের
এখানেই থামেননি অর্থমন্ত্রী। তিনি বলেন, ''বিগত ২ বছর কোভিড পরিস্থিতি ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থাকা সত্ত্বেও আমরা উন্নয়ন করেছি। ২০২২-২৩ সালের প্রথম অর্ধে ভারতের আর্থিক বৃদ্ধি ৬.৯৫ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। এই একই সময়ে সেই মাত্রাকে অতিক্রম করে বাংলায় আর্থিক বৃদ্ধি ৮.৪১ শতাংশ হবে বলে আশা করছি।'' এরই মধ্যে বিজেপি বিধায়কদের প্রতিবাদ আলোচনায় উঠে এসেছে। এমনকী বাজেট ঘোষণার মধ্যেই ওয়াকআউট করে বিজেপি বিধায়করা। তার আগেই অবশ্য ৩ % ডিএ ঘোষণা করে সরকার।