হোম /খবর /দক্ষিণবঙ্গ /
পথ দুর্ঘটনা কেড়ে নিল লড়াকু অমিত-কে, SSKM-এ নিয়ে আসার পথে মৃত্যু ইউটিউবারের

Amit Mondal || YouTube: পথ দুর্ঘটনা কেড়ে নিল লড়াকু অমিত-কে, SSKM-এ নিয়ে আসার পথে মৃত্যু ইউটিউবারের

বছর বাইশের অমিত ফ্রেজারগঞ্জের শিবপুর জংশন এলাকার বাসিন্দা ছিলেন। খুবই অভাবী পরিবারের ছেলে। বাবা-‌মা স্থানীয় পঞ্চায়েত এলাকার বিভিন্ন বাজারে সাফাইকর্মীর কাজ করেন। নুন আনতে পান্তা ফুরোয় তাঁদের। এর উপরে শারীরিক প্রতিবন্ধকতা ছিলই। কিন্তু এই সব বাধাকে একপাশে সরিয়ে রেখে এগিয়ে যাচ্ছিলেন অমিত। কলেজেও ভর্তি হয়েছিলেন।

আরও পড়ুন...
  • Share this:

দক্ষিণবঙ্গ: শারীরিক সমস্যা। চরম দারিদ্র। কোনও কিছুই তাঁর মনোবল ভেঙে দিতে পারেনি। নিজ গুণেই নিজের পথ খুঁজে পেয়েছিলেন। সাফল্যও এসেছিল জীবনে। কিন্তু, হঠাৎই থমকে গেল সেই যাত্রা। পথ দুর্ঘটনায় চলে গেল লড়াকু একটা প্রাণ। বুধবার সকালে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হল বিশেষভাবে সক্ষম ইউটিউবার অমিত মণ্ডলের।

বছর বাইশের অমিত ফ্রেজারগঞ্জের শিবপুর জংশন এলাকার বাসিন্দা ছিলেন। খুবই অভাবী পরিবারের ছেলে। বাবা-‌মা স্থানীয় পঞ্চায়েত এলাকার বিভিন্ন বাজারে সাফাইকর্মীর কাজ করেন। নুন আনতে পান্তা ফুরোয় তাঁদের। এর উপরে শারীরিক প্রতিবন্ধকতা ছিলই। কিন্তু এই সব বাধাকে একপাশে সরিয়ে রেখে এগিয়ে যাচ্ছিলেন অমিত। কলেজেও ভর্তি হয়েছিলেন।

আরও পড়ুন: মানিকে ভরসা নেই? তাহলে কে হবে মুখ্যমন্ত্রীর 'মুখ'? এবার কি ত্রিপুরার 'মমতা' খুঁজছে বিজেপি?

নামখানা কলেজে ভর্তি হওয়া থেকে ফ্রেশার্স---- তাঁর ভ্লগে উঠে এসেছিল তাঁর জীবনেরই টুকরো সব ছবি। যা দেখে অনুপ্রাণিত হত সকলেই। দ্রুত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিল তাঁর ইউটউব চ্যানেল। মিলিয়ন মিলিয়ন দর্শক ছিল তাঁর ভ্লগের। কীভাবে তাঁর মা তাঁকে লালন পালন করেছেন, কলেজের ফ্রেসারর্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিয়ো শেয়ার করতেন অমিত।

আরও পড়ুন: ভোটের আগে তাতছে ত্রিপুরা, এবার তিপ্রামোথার সমর্থকদের বিরুদ্ধে 'দাদাগিরি'র অভিযোগ

কিন্তু, সেই দৌড় থমকে গেল হঠাৎই। গত মঙ্গলবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের মুন্সিরহাট এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি স্কুটার। ঘটনায় গুরুতর জখম হয় অমিত সহ তিনজন। প্রত্যেককে ভর্তি করনো হয় হাসপাতালে। কিন্তু, ক্রমেই অমিতের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় রাতেই তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। রাত ১১টা নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে সূত্রের খবর।

বিশ্বজিৎ হালদার
Published by:Satabdi Adhikary
First published:

Tags: Road Accident