অভিজিত বিনায়কের সঙ্গেই নোবেল পেয়েছেন তাঁর স্ত্রী এস্থার ডুফলো। এস্থার জন্মসূত্রে ফরাসি। ফ্রান্সে পড়াশোনা করেই এমআইটিতে পড়তে আসেন। দুটি বিষয়কে কীভাবে এক করা সম্ভব, তা অবশ্য রাজ্য বিজেপি সভাপতি স্পষ্ট করেননি।
আর্থিক মন্দা মোকাবিলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিজিৎ বিনায়ক। নির্মলা সীতারমন মন্তব্য করেননি। তবে তাঁর হয়ে জবাব দেওয়ার দায়িত্ব তুলে নিলেন রাজ্য বিজেপির আরেক নেতা মুকুল রায়৷ তাঁর কথায়, 'অর্থনীতিতে নোবেল প্রাইজ পেলেই তিনি যদি বিশারদ হয়ে যান, তা হলে উনি ভারতের অর্থমন্ত্রী হয়ে যেতেন৷'
advertisement
নোবেল পুরস্কারের ঘোষণা হতেই সোশাল মিডিয়ায় আক্রমণ শুরু হয়েছিল। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রীও ছেড়ে কথা বলেননি৷ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের অপেক্ষায় শহর কলকাতা। অপেক্ষায় গোটা রাজ্য। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক সেরেই কলকাতা আসার কথা। তার ঠিক আগেই আরও একবার গেরুয়া শিবিরের নিশানায় নোবেলজয়ী।