TRENDING:

নোবেল পেতে গেলে আমেরিকার জামাই হতে হয়! অভিজিত্‍‌কে আক্রমণ দিলীপের

Last Updated:

অভিজিত বিনায়কের সঙ্গেই নোবেল পেয়েছেন তাঁর স্ত্রী এস্থার ডুফলো। এস্থার জন্মসূত্রে ফরাসি। ফ্রান্সে পড়াশোনা করেই এমআইটিতে পড়তে আসেন। দুটি বিষয়কে কীভাবে এক করা সম্ভব, তা অবশ্য রাজ্য বিজেপি সভাপতি স্পষ্ট করেননি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শুরু করেছিলেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। অভিজিৎ বিনায়ক শহরে আসার আগেই আরও কয়েক কদম এগিয়ে গেলেন বিজেপি রাজ্য নেতারা। নোবেলজয়ীকে ব্যক্তিগত স্তরে আক্রমণ রাজ্য বিজেপি নেতাদের। কোন কৃতিত্বের জন্য নোবেল পেয়েছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়? অভিজিতের নোবেলজয়ে নতুন তত্ত্ব দিলেন বিজেপি রাজ্য সভাপতি।
advertisement

অভিজিত বিনায়কের সঙ্গেই নোবেল পেয়েছেন তাঁর স্ত্রী এস্থার ডুফলো। এস্থার জন্মসূত্রে ফরাসি। ফ্রান্সে পড়াশোনা করেই এমআইটিতে পড়তে আসেন। দুটি বিষয়কে কীভাবে এক করা সম্ভব, তা অবশ্য রাজ্য বিজেপি সভাপতি স্পষ্ট করেননি।

আর্থিক মন্দা মোকাবিলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিজিৎ বিনায়ক। নির্মলা সীতারমন মন্তব্য করেননি। তবে তাঁর হয়ে জবাব দেওয়ার দায়িত্ব তুলে নিলেন রাজ্য বিজেপির আরেক নেতা মুকুল রায়৷ তাঁর কথায়, 'অর্থনীতিতে নোবেল প্রাইজ পেলেই তিনি যদি বিশারদ হয়ে যান, তা হলে উনি ভারতের অর্থমন্ত্রী হয়ে যেতেন৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

নোবেল পুরস্কারের ঘোষণা হতেই সোশাল মিডিয়ায় আক্রমণ শুরু হয়েছিল। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রীও ছেড়ে কথা বলেননি৷ অভিজিৎ‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের অপেক্ষায় শহর কলকাতা। অপেক্ষায় গোটা রাজ্য। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক সেরেই কলকাতা আসার কথা। তার ঠিক আগেই আরও একবার গেরুয়া শিবিরের নিশানায় নোবেলজয়ী।

বাংলা খবর/ খবর/কলকাতা/
নোবেল পেতে গেলে আমেরিকার জামাই হতে হয়! অভিজিত্‍‌কে আক্রমণ দিলীপের