TRENDING:

EXCLUSIVE: পঞ্চায়েতের লক্ষ্যে সংখ্যালঘুদের দুয়ারে বিজেপি! গ্রামে গ্রামে জনসংযোগে জোর

Last Updated:

জোড়া ফুল শিবিরের ভোট ব্যাঙ্কে এবার থাবা বসাতে মরিয়া পদ্মশিবির। সংখ্যালঘু নাগরিকদের মন থেকে বিজেপি ভীতি দূর করানোর নির্দেশ দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বছর ঘুরলেই ভোট। তাই পদ্মের পাখির চোখ এখন পঞ্চায়েত নির্বাচন। সূত্রের খবর, এবার সর্বস্তরের নাগরিকের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়াতে উদ্যোগী বঙ্গ বিজেপি। তাই প্রচারে সংখ্যালঘুদেরও বিশেষ গুরুত্ব দিতে চলেছে তাঁরা। উপরমহল থেকেও এসেছে বিশেষ নির্দেশ।
advertisement

বঙ্গরাজনীতির বিষয়ে ওয়াকিবহাল রাজনীতির কারবারিরা বরাবরই বলে আসছেন, এ রাজ্যে তৃণমূলের বড় ভরসা সংখ্যালঘু ভোটব্যাঙ্ক। এবার সেই সংখ্যালঘুদের মন পেতে মরিয়া বিজেপিও। সূত্রের খবর, বঙ্গ বিজেপিকে সংখ্যালঘুদের দুয়ারে গিয়ে জনসংযোগের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। বলা হয়েছে, ভোটার তালিকা দেখে সংখ্যালঘু ভোটার চিহ্নিত করতে হবে। পঞ্চায়েত ভোটের আগে প্রতিটা গ্রামে গিয়ে কথা বলতে হবে সংখ্যালঘুদের সঙ্গে। সংখ্য়ালঘু শ্রেণির মানুষের মন থেকে বিজেপি-ভীতি দূর করতে হবে। জানাতে হবে, মোদি সরকারের বিভিন্ন প্রকল্পের সুফলের কথা। 'সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস’-এর প্রচার চালাতে হবে।

advertisement

আরও পড়ুন, নরেন্দ্রপুরে উদ্ধার বিবস্ত্র, বেহুঁশ তরুণী! গণধর্ষণে অভিযুক্ত হবু স্বামী, দেওর

যতদূর জানা গিয়েছে, রাজ্যের সব সাংগঠনিক জেলার নেতারাই এই কর্মসূচির দায়িত্বে থাকবেন। এ বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বিজেপি সংখ্যালঘু বিরোধী নয়। উত্তরপ্রদেশ, গুজরাতের পরে আগামী নির্বাচনে বাংলার ভোটের ফলও প্রমাণ করবে, এ রাজ্যের সংখ্যালঘুরাও বিজেপিকে চাইছে।"

advertisement

তবে পদ্মশিবিরের এই কর্মসূচি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল। তৃণমূলের এক নেতার কথায়, "যাবে কারা। ওরা তো অনেক জায়গায় বুথ কমিটিই গড়তে পারেনি। ওদের আবার কেউ বিশ্বাস করে?"

আরও পড়ুন, হাইকোর্টে এসে যোগ্য়তা প্রমাণ তৃণমূল নেতার, মামলাকারীকেই জরিমানা করলেন বিচারপতি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০২১ বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল ১৩১টি আসন। বিজেপি পেয়েছিল ১৪টি আসন। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ সংখ্যালঘু। অন্তত, এমন ১৪৬ বিধানসভা কেন্দ্র রয়েছে, যার ২৫ শতাংশ ভোটার সংখ্যালঘু।  তৃণমূলের এই সংখ্যালঘু ভোটব্যাঙ্কেই এবার ফাটল ধরাতে চাইছে বিজেপি। গত মাসে মুর্শিদাবাদে সংখ্যালঘুদের নিয়ে তারা বিশেষ কর্মসূচিও করেছে। এ বার রাজ্যজুড়ে সংখ্যালঘুদের দুয়ারে যেতে চায় তারা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
EXCLUSIVE: পঞ্চায়েতের লক্ষ্যে সংখ্যালঘুদের দুয়ারে বিজেপি! গ্রামে গ্রামে জনসংযোগে জোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল