আরও পড়ুন- রাশিফল ১৮ জুলাই; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হচ্ছেন। বিজেপি নেতৃত্বের দাবি, কলকাতা ও সংলগ্ন এলাকায় অস্বাভাবিক হারে গ্রাহকদের আগাম কোনও কিছু না জানিয়েই বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে CESC, এ ব্যাপারে সম্প্রতি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসে গিয়ে সিইএসসি আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা দেয় বিজেপি শিবির।
advertisement
আরও পড়ুন– সংখ্যাতত্ত্বে ১৮ জুলাই; দেখে নিন কেমন যাবে আজকের দিন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
অবিলম্বে বর্ধিত মাশুল প্রত্যাহার করা না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কিন্তু ডেপুটেশনের পরেও এ ব্যাপারে কোনও রকম পদক্ষেপ সিইএসসি কর্তৃপক্ষ না নেওয়ায় আগামী ২২ জুলাই সিইএসসি অফিস ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয় রাজ্য বিজেপির তরফে। কলকাতা পুলিশের কাছ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি চেয়ে চলতি মাসের ১৪ তারিখ চিঠি পাঠানো হয় উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষের তরফে। বুধবারও ফের কলকাতা পুলিশ প্রশাসনকে অনুমতির বিষয়ে জানতে চাওয়া হলেও পুলিশ কোনও উত্তর না দেওয়ার অভিযোগ সামনে রেখে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি।