দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, সেই মামলায় ফের আইনি নোটিস পাঠালেন রাজপাল। ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার এবং বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠানো হয়েছে। দুই বিধায়ক জানিয়েছেন, আইনি নোটিসের জবাব আইনিপথেই দেবেন তাঁরা। কিন্তু, রাজ্য বাজেট অধিবেশনের জন্য সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভায় এলে সৌজন্য দেখাবেন তাঁরা।
advertisement
দুই বিধায়ককে রাজ্যপাল বলেছিলেন, রাজভবনে এসে শপথবাক্য পাঠ করতে। দুই বিধায়ক জানিয়েছিলেন, তাঁরা বিধানসভায় শপথবাক্য পাঠ করতে চান। শুধু তাই নয়, রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজভবনে তাঁরা যেতে চাইছেন না বলেও মন্তব্য করেন। শপথবাক্য পাঠের দাবি নিয়ে ধর্নাতেও বসতে হয় দুই বিধায়ককে। শেষ পর্যন্ত বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করান। দুই বিধায়ক অবশ্য জানিয়েছেন, তাঁরা স্পিকারের সঙ্গে কথা বলেছেন।
আরও পড়ুন: ২০০ টাকার নোট কি বন্ধ হয়ে যাবে…? গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল আরবিআই, অবশ্যই জানুন!
স্পিকার যেমন পরামর্শ দেবেন, সেইমতো পদক্ষেপ করবেন। তৃণমূলের দুই বিধায়ক অবশ্য বলেন, রাজ্যপালকে অবমাননাকর কোনও মন্তব্য করেননি তাঁরা। মুখ্যমন্ত্রীকেও তাঁরা বিষয়টা জানাবেন বলে জানালেন। সোমবার বিধানসভায় রাজ্যের বাজেট অধিবেশন শুরু। ওইদিন বিধানসভায় আসার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সায়ন্তিকা ও রেয়াত জানালেন, বিধানসভায় রাজ্যপালকে রাজ্যপালকে হাতজোড় করে নমস্কার করবেন তাঁরা। কোনও অসৌজন্য দেখাবেন না। আইনি নোটিসের জবাব আইনিপথেই দেবেন তাঁরা।ইতিমধ্যেই সায়ন্তিকা ও রেয়াত হোসেন সরকার কথা বলেছেন আইন মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে।