প্রসঙ্গত, এদিন সাপ্লিমেন্টারি বাজেটে চন্দ্রিমা ভট্টাচার্য বলার সময় অনুপস্থিত ছিলেন বিজেপি বিধায়করা। যদিও ছিলেন কৃষ্ণ কল্যাণী ও সৌমেন রায়। বিধানসভায় বিজেপি-র মুখ্যসচেতক মনোজ টিগ্গা বলেন, ''সরকার উন্নয়নের নামে কোটি কোটি টাকা বাজেট বহির্ভুত খরচ করছে। অথচ, উন্নয়ন দেখা যাচ্ছে না। আমাদের মনে হচ্ছে সরকারি টাকা ড্রেন আউট হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা সাপ্লিমেন্টরি এই বাজেটকে পাশ করাতে বাধা না দিলেও, এর ভাগীদার হতে চাইনি। ভোটাভুটিতে আমরা অংশ নেব না বলেই আমরা ওই সময় বেরিয়ে এসেছি।''
advertisement
আরও পড়ুন: বিস্ফোরক অভিযোগে বিদ্ধ স্বয়ং আইনজীবী, কলকাতা হাই কোর্টে নজিরবিহীন ঘটনা!
প্রসঙ্গত, বুধবার বিধানসভায় এসে ভাষণ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার থেকে রাজ্যের বাজেট অধিবেশনে শুরু হয়েছে। তারপর বাজেট বিষয়ে বক্তৃতা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন। কিন্তু গতকাল বিজেপির বিধায়করা মুখ্যমন্ত্রীর বক্তব্য না শুনে চিৎকার করে ওয়াকআউট করেন। আর তাতেই মুখ্যমন্ত্রী বলেন, ''ওরা ভয় পেয়ে পালিয়ে গেল।''
আরও পড়ুন: নন্দীগ্রামে বিরাট আতঙ্ক, সামসাবাদে ঘরের বাইরে বেরোতেই ভয় সকলের! কী ঘটছে জানুন...
এমনকী গরু পাচার, বালি খাদান এবং পরিবহণ কেলেঙ্কারির সঙ্গে বিজেপি নেতারাই জড়িত বলে ইঙ্গিতও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে রাজ্য–রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। যদিও ৪ জন বিধায়ক গতকাল বিজেপি-র সঙ্গে কক্ষত্যাগ করেননি। তাঁরা হলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সোমেন রায়, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ।