Nandigram: নন্দীগ্রামে বিরাট আতঙ্ক, সামসাবাদে ঘরের বাইরে বেরোতেই ভয় সকলের! কী ঘটছে জানুন...

Last Updated:

Nandigram: হনুমানদের দাপট ঘিরে পুরো লণ্ডভণ্ড অবস্থা গোটা এলাকার। এক কথায়, হনুমানের তাণ্ডবে ঘুম ছুটেছে স্থানীয় বাসিন্দাদের।

ফাইল ছবি
ফাইল ছবি
#নন্দীগ্রাম: নন্দীগ্রাম জুড়ে আতঙ্ক! একদল খ্যাপা হনুমানের দাপটে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নন্দীগ্রামের সামসাবাদ এলাকায়। হনুমানের কামড়ে ইতিমধ্যেই ১২ জন গ্রামবাসী গুরুতর জখম হয়েছে। জাল ফেলে হনুমান ধরতে বন কর্মীরা আসরে নামলেও তাঁদের নাগাল এড়িয়েই গ্রামের বাঁশবন আর জঙ্গলের ভেতরে ঢুকে লুকোচুরি খেলছে হনুমানের দল।
হনুমানদের দাপট ঘিরে পুরো লণ্ডভণ্ড অবস্থা গোটা এলাকার। এক কথায়, হনুমানের তাণ্ডবে ঘুম ছুটেছে স্থানীয় বাসিন্দাদের। ঘুম ছুটেছে নন্দীগ্রামের সামসাবাদের বুড়ির মোড় এলাকার বাসিন্দাদের। টানা তিনদিন ধরেই খ্যাপা হনুমানের তান্ডব চলছে। হনুমানের কামড়ে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে ১২ জন।
advertisement
advertisement
গুরুতর জখম হওয়ায় আহতদের বেশিরভাগকেই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গোটা ঘটনায় সামসাবাদের পাশাপাশি গোটা নন্দীগ্রাম এলাকা জুড়েই হনুমানের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এলাকায় এসেছে।
তবে হনুমান ধরার জন্য তাঁরা ফাঁদ পাতলেও তাদের নাকাল হতে হচ্ছে। স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দাও হনুমান তাড়াতে গিয়ে আক্রান্ত হয়েছে। হনুমান ধরা না পড়ায় এলাকাবাসীর আতঙ্ক বাড়ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: নন্দীগ্রামে বিরাট আতঙ্ক, সামসাবাদে ঘরের বাইরে বেরোতেই ভয় সকলের! কী ঘটছে জানুন...
Next Article
advertisement
Success Story: বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁরাই ১০০ কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন
বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁদেরই ১০০ কোটি টাকার ব্যবসা !
  • বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন

  • এখন তাঁদেরই ১০০ কোটির ব্যবসা !

  • জেনে নিন তাঁদের সাফল্যের কাহিনি

VIEW MORE
advertisement
advertisement