TRENDING:

শিশুদের উপর চাপ কমাতে প্রাইমারি ক্লাসে কমল বইয়ের ভার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শিশুদের উপর থেকে চাপ কমাতে এবার প্রথম ও দ্বিতীয় শ্রেণির বইয়ের ওজন কমাতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর । দুই শ্রেণিতেই বছরে তিন বার মূল্যায়নের কথা মাথায় রেখে, তৈরি হচ্ছে তিনটি আলাদা আলাদা বই ।
advertisement

ক্লাস ওয়ান ও ক্লাস টুয়ের বইয়ের ওজন কমানো হচ্ছে । এতদিন ধরে ক্লাস ওয়ানে একটি বই আমার বাংলা ও ক্লাস টুয়ের একটি বই আমার বাংলা পড়ুয়াদের দেওয়া হয় । পাঠ্যবই , সহজপাঠ বাদ দিয়ে । এর মধ্যেই প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত ও অন্যান্য কয়েকটি পরিবেশ পরিচয় সংক্রান্ত ধারণার বিষয় বইটির মধ্যে থাকত । এর মধ্যেই উত্তর লেখারও জায়গা ছিল । ক্লাস ওয়ানের বইয়ের পৃষ্ঠা সংখ্যা ৫৫০-র কাছাকাছি । যার ওজন ৭০০ গ্রামের কিছু বেশি ক্লাস টুয়ের বইয়ের পাতা প্রায় ৪০০ । যার ওজন ৬০০ গ্রামের কাছাকাছি ।

advertisement

আরও পড়ুন: বিজেপির মামলায় বিপাকে কেজরিওয়াল সরকার

২০১৩ সালে ক্লাস ওয়ানের নতুন বই তৈরি হয় । ২০১৪-তে ক্লাস টুয়ের নতুন বই তৈরি হয় । ২০১১ সালে রাজ্যে সরকার বদলের পর বই নিয়ে নতুন ভাবনা । সেই বইগুলিই ফের বদলানো হবে । আগামী শিক্ষাবর্ষে বই বদলাবে । প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে তিন বার পর্যায়ক্রমিক মূল্যায়ন । এপ্রিল, অগাস্ট ও ডিসেম্বর মাসে । এই তিন বারে পরীক্ষার সিলেবাস থাকবে সেই অনুযায়ী তিনটি বই হচ্ছে । এর ফলে পৃষ্ঠার সংখ্যাও কমবে ৷ মানসিক চাপও কমতে পারে বলে । শিশুদের মোটা বই পড়তে অসুবিধা হচ্ছিল । পাতলা বই হওয়ায় শিশুদের তা পড়তে সুবিধা হবে । যদিও ক্লাস ওয়ান ও ক্লাস টু-য়ের পাঠ্য বই স্কুলেই নেয়, স্কুলেই রাখে । তা বাড়িতে নিয়ে যাওয়া যায় না । শুধুমাত্র সহজপাঠ বাড়িতে নিয়ে যায় ।

advertisement

পুরুলিয়া, দার্জিলিং, হলদিয়া-সহ বেশ কয়েকটি জায়গা থেকে অভিযোগ, এই মোটা বই পড়তে অসুবিধা হচ্ছে। সম্প্রতি কয়েকমাস আগেই রাজ্য স্কুল শিক্ষা দফতরকে প্রস্তাব দেয় সিলেবাস কমিটি । সেই অনুযায়ীই বইয়ের ওজনে রদবদলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রাজ্যের পথে হেঁটে বেসরকারি স্কুলগুলিও কি পড়ুয়াদের ব্যাগের ওজন কমানোর সিদ্ধান্ত নেবে ? ফের উঠল প্রশ্নটা ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
শিশুদের উপর চাপ কমাতে প্রাইমারি ক্লাসে কমল বইয়ের ভার