TRENDING:

Weather Update: প্রবল ঠান্ডার মধ্যে কলকাতায় নতুন এই বিপদ, সতর্ক করছেন পরিবেশবিদরা

Last Updated:

Weather Update: এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। শুধু ঠান্ডাই নয়, এবার নতুন বিপদ কলকাতাতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতায় ঠান্ডার দাপট অব্যাহত। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। শুধু ঠান্ডাই নয়, এবার নতুন বিপদ কলকাতাতে। দিল্লিতেও পাল্লা দিয়ে ঠান্ডা বৃদ্ধির পাশাপাশি দূষণও বেড়েছিল। তার জেরে সতর্ক করেছিলেন আবহাওয়াবিদরা। এবার শীতে তেমনই ছবি দেখা গেল কলকাতায়। তিলোত্তমার দূষণের যে চিত্র সামনে এসেছে, তা ঘিরে রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে পরিবেশবিদদের কপালে।
আবহাওয়া
আবহাওয়া
advertisement

কলকাতার সকালের দূষণ চিত্র অবাক করে দেওয়ার মতো। বালিগঞ্জে দূষণের মাত্রা ৩০৪ মাইক্রোগ্রাম। বিধাননগরে ৩১৯ মাইক্রোগ্রাম। ফোর্ট উইলিয়ামে ২৫৯ মাইক্রোগ্রাম। যাদবপুরে ৩১৪ মাইক্রোগ্রাম। রবীন্দ্রসরোবর ২৪৫ মাইক্রোগ্রাম। রবীন্দ্রভারতীতে ৩০০ মাইক্রোগ্রাম।

ভিক্টোরিয়া মেমোরিয়ালে ৩০৯ মাইক্রোগ্রাম।

কলকাতার রাতের দূষণ চিত্র যেন সকালকে টেক্কা দিচ্ছে। বালিগঞ্জ ৩১১ মাইক্রোগ্রাম। বিধাননগর ৩১৯ মাইক্রোগ্রাম। ফোর্ট উইলিয়াম ২৫৮ মাইক্রোগ্রাম। যাদবপুর ৩২৩ মাইক্রোগ্রাম। রবীন্দ্রভারতী ৩০৯ মাইক্রোগ্রাম। ভিক্টোরিয়া মেমোরিয়ালে ৩১৮ মাইক্রোগ্রাম।

advertisement

রবীন্দ্রসরোবর ২৬৮ মাইক্রোগ্রাম।

কলকাতার গড় দূষণ মাত্রা ১৯৭ মাইক্রোগ্রাম। রাজ্যের গড় দূষণ মাত্রাপিএম ২.৫ - ১১৫, এমজি, পিএম ১০-১৮৯ এমজি। দৃষণের এই চিত্র মোটেও স্বাভাবিক নয়। স্বাভাবিকের থেকে শহরে দূষণের মাত্র কয়েক গুণ বেড়ে গিয়েছে।

আরও পড়ুন,  সংসদ ভবন, সুপ্রিম কোর্টে ঢুকে প্রাক্তন প্রেসিডেন্টের সমর্থকদের তাণ্ডব, অশান্ত ব্রাজিল

advertisement

আরও পড়ুন, সামান্য তাপমাত্রা বৃদ্ধি! বৃহস্পতিবার থেকে ফের ধাঁইধাঁই করে ঠান্ডার দ্বিতীয় ইনিংস

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এ বিষয়ে পরিবেশবিদদের দাবি, নির্মাণজনিত দূষণ অনেক বেড়ে গিয়েছে।প্রচুর গাড়ি চলাচল করছে এবং বাইরে থেকে শহরে আসছে। এতে দূষণ ছড়ানোর প্রবণতা বাড়ছে। এই বাইরে আরও বেশ কিছু কারণে শহরে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে। এই দূষণের জেরে একাধিক রোগেও ভুগতে পারেন অনেকে। বিশেষ করে বয়স্ক এবং শিশুদের সাবধান করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Weather Update: প্রবল ঠান্ডার মধ্যে কলকাতায় নতুন এই বিপদ, সতর্ক করছেন পরিবেশবিদরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল