হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা বাড়বে। আগামী সপ্তাহে ৩৫ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। জেলায় জেলায় আবহাওয়ার বদল আসবে। গতকাল বিধান নগরীতে ৩৫ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁয়েছে, কোথা কোথাও ৩৫ ডিগ্রি বেশি হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণা বাতাসে জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলাতে সকালের দিকে কুয়াশা থাকবে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির ক্ষেত্রে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম ক্রমশ বাড়বে।
advertisement
উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ে। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে পরিষ্কার আকাশের সম্ভাবনা। রাতের তাপমাত্রা একই থাকলেও দিনের তাপমাত্রা আগামী কয়েক দিনে সামান্য বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সকালের সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। জলীয় বাষ্প বেশী থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকবে। দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে।
আরও পড়ুন, দুপুরের পরেই আবহাওয়া বদল! কোথাও বৃষ্টি, কোথাও বাড়বে গরম, রইল বাংলার ওয়েদার আপডেট
আরও পড়ুন, আর কতদিন চলবে কুয়াশার দাপট? জানুন আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস
এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি তাপমাত্রা। গতকাল এই তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৪ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।