আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, সোমবার থেকে রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা কম, সারা রাজ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রাজ্যে কী ভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে তাও ব্যাখ্যা করেছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করেছে, যার ফলে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে, তাই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
advertisement
আরও পড়ুন: ক্রিকেটের বড় যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকস্তান, জিততে পারবে আইপিএল?
বৃষ্টি হলে গরম থেকে কয়েক দিনের জন্য রেহাই পেতে পারে দক্ষিণবঙ্গ। প্রায় ৬ থেকে ৮ দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা ৪-৬ থেকে কমতে পারে, এমনকি স্বাভাবিকও হয়ে যেতে পারে। কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনায় সোম এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোম এবং মঙ্গলবার। বুধ-বৃহস্পতিবারেও বৃষ্টি হতে পারে দক্ষিণের কোনও কোনও জেলায়।
আরও পড়ুন: বিশ্বকাপের দলে ৩ রঞ্জি খেলা ‘ভারতীয়’, ২ জন খেলেন ভারতের U19 দলে, কোন দলে?
উত্তরবঙ্গে রবিবার থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে দমকা হাওয়ার সঙ্গে তীব্র বৃষ্টি হতে পারে, চলবে মঙ্গলবার পর্যন্ত। গত কয়েক দিন মালদহ এবং দুই দিনাজপুরে তাপপ্রবাহ চললেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে, তাই তাপমাত্রা কমবে।