১৫ জুলাই রাত ১১টা থেকে ১৬ জুলাই রাত ২টো পর্যন্ত কলকায় বৃষ্টিপাতের পরিমাণ
ধাপা- ২৪ মিলিমিটার
তোপসিয়া- ৩৭ মিলিমিটার
উল্টোডাঙা- ১১ মিলিমিটার
মানিকতলা- ১৮ মিলিমিটার
দত্তবাগান- ১৩ মিলিমিটার
বীরপাড়া- ৮ মিলিমিটার
কলেজ স্ট্রীট- ৪০ মিলিমিটার
পরমবাজার- ৩২ মিলিমিটার
ঠনঠনিয়া- ১৫ মিলিমিটার
বালিগঞ্জ- ২৮ মিলিমিটার
চেতলা- ২৭ মিলিমিটার
মোমিনপুর- ২৯ মিলিমিটার
advertisement
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাগুলিতে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত ওড়িশা অভিমুখে অগ্রসর হবে। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার উপর অবস্থান করছে। এর প্রভাব কতটা বাংলায় পড়বে তার দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন: জিতেই তৃণমূলে, ২৪ ঘণ্টার মধ্যেই খেলা ঘুরিয়ে দিল সিপিএম! পাঁশকুড়ায় জোর টানাপোড়েন
আরও পড়ুন: ভাল খবর এল সেই দিঘা থেকে! জালে বড় বড় ইলিশ, কতটা কমল দাম?
গ্রীষ্মের দাবদাহে দীর্ঘ সময়ে নাজেহাল কলকাতা। বিগত কয়েক দিনে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। অল্প-বিস্তর বৃষ্টি দেখা দিয়েছে শহর এবং শহরতলির নানা অংশে। সপ্তাহান্তেও বৃষ্টিস্নাত শহর চাক্ষুষ করার সুযোগ।