তিনি বলেন, ‘ আজ রাতে হাই টাইড আছে কলকাতার জন্য। আজ বলব একটু খেয়াল রাখতে। কাল লো টাইড আছে। গতকাল রাত থেকে যা বৃষ্টি হচ্ছে, তা ১৯৭৮ সালের দুর্যোগের থেকেও বেশি। এই দুর্যোগ নিয়ে কেউ কেউ রাজনৈতিক মন্তব্য করছেন। এটা করবেন না। আমাদের ডিভিসির জলে বারবার বলেছি ড্রেজিং হয় না, পাঞ্চেত মাইথন এদের জলে দক্ষিণবঙ্গ ভাসে। এরপরে যেই বৃষ্টি হয়েছে সেটা অতিরিক্ত। কলকাতায় আমরা জল জমা অনেক কমিয়ে দিয়েছি। এখানে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল, ইউপির জল। ওদিকে ডিভিসি, ফারাক্কা, আমাদের একটা টাকাও দেওয়া হয় না এগুলো ড্রেজিং করতে। যদি কেউ রিলিফ ক্যাম্পে যেতে চান তার জন্য ব্যবস্থা করতে হবে। রাস্তায় যেন ইলেকট্রিক এর তার না পড়ে থাকে সেটা দেখতে হবে।’
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আগামিকাল বুধবার থেকেই স্কুলে স্কুলে ছুটি ঘোষণা স্কুল শিক্ষা দফতরের। দুর্যোগ পরিস্থিতির কারণে আগামিকাল ও পরশু স্কুল ছুটি থাকবে। তারপর পুজোর ছুটি পড়ে যাচ্ছে। তাই কাল থেকেই রাজ্য জুড়ে সরকারি ও সরকারি অনুমোদিত স্কুলগুলিতে পুজোর ছুটি। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিও কাল থেকেই বন্ধ থাকবে। অধ্যাপক,শিক্ষক-শিক্ষিকাদের বাড়ি থেকেই কাজকর্ম পরিচালনা করার পরামর্শ রাজ্যের।