Kunal Ghosh News: 'মানসিক হতাশা, অবসাদ, নোংরামি....' ফের বিস্ফোরক কুণাল ঘোষ! 'এদের সাহস বাড়তে থাকবে!' কাদের কথা বললেন কুণাল জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Kunal Ghosh News: ২০৩৬ সালে কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন তাও জানিয়েছিলেন কুণাল।
advertisement
1/5

কলকাতা: কালীপুজোর দিনই বড় ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূল নেতা তথা মুখপাত্র কুণাল ঘোষ। নিজের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে তিনি স্পষ্ট ভাবে বলেছিলেন, জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড কে ভাঙবেন। শুধু তাই নয়, ২০৩৬ সালে কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন তাও জানিয়েছিলেন কুণাল।
advertisement
2/5
তিনি লেখেন, “জনভিত্তিহীন নাটকবাজ বিরোধীপক্ষ এবং ঈর্ষাকাতর, অবসাদগ্রস্ত হতাশ কিছু কুৎসাকারীকে এক নাগরিক হিসাবে বলে রাখি, জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনিই। ওই সময়ের আগে বা পরে থেকে তাঁর আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব শুরু হবে।”
advertisement
3/5
আর বুধবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে যারা কুরুচিকর আক্রমণ করছেন, তাঁদের নিশানা করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, ''গত কয়েকদিনে বেশ কিছু নর্দমার কীট মাননীয়া নেত্রীকে নিয়ে কুৎসিত অশালীন পোস্ট দিচ্ছে, গ্রাফিক্স ছাড়ছে, কমেন্টে অসভ্যতা করছে, এমনকি তাঁর বাড়ির কালীপুজোও বাদ দিচ্ছে না। শুধু উপেক্ষা করলে এদের সাহস বাড়তে থাকবে। রাজনৈতিক বিরোধিতা এটা নয়। এসব নোংরামি। মানসিক হতাশা, অবসাদ, নোংরামি মিশিয়ে এসব উদগীরণ হচ্ছে। সাধারণ ইস্যুভিত্তিক বিরোধিতা, সমালোচনা থাকতেই পারে। কিন্তু এই অসভ্যতা চলতে পারে না।''
advertisement
4/5
কুণাল তার আগের দিনই জানিয়েছিলেন, শুধু ছাব্বিশ নয়, ২০৩১ সালেও জিতে মুখ্যমন্ত্রী হবেন মমতা। তবে জ্যোতি বসুর রেকর্ড ভাঙার ক্ষেত্রে একটা ‘যদি’ ও রেখেছেন কুণাল। তিনি বলেন, “যদি ২০২৯ সালে বাংলা থেকে মমতাদি প্রধানমন্ত্রী হন, তাহলে আলাদা কথা।”
advertisement
5/5
কুণাল ঘোষের এই ভবিষ্যদ্বাণী নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। এই প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ বলেছিলেন, “আমি বলব কয়েকটা টিয়া পাখি কিনে রাজাবাজারের মোড়ে বসে যাক। ওঁর ব্যবসা ভালই চলবে।”