TRENDING:

Heavy Rainfall Alert in South Bengal on Tuesday: নিম্নচাপ- ঘূর্ণাবর্তের জোড়া ফলা, মঙ্গলবার ফের দুর্যোগ ঘনাচ্ছে দক্ষিণবঙ্গে

Last Updated:

আগামী রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে জানিয়েছে হাওয়া অফিস৷ রবিবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হবে (Heavy Rainfall Alert in South Bengal on Tuesday)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আগামী মঙ্গলবার ফের প্রবল বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ (Heavy Rainfall Alert in South Bengal on Tuesday)৷ এ দিন এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Forecast)৷ হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপরে ফের নতুন করে একটি নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে৷ তার জেরেই ফের বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ (Heavy Rainfall Prediction in South Bengal)৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এ দিন জানিয়েছেন, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে। গভীর নিম্নচাপে পরিণত হয়ে সেটিউ ওড়িশা উপকূলের দিকে যাবে৷ এর পাশাপাশি বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে৷ নতুন তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তটির অভিমুখ রয়েছে বঙ্গোপসাগরের দিকে৷ আগামী ২৬ তারিখ, রবিবার এই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে৷ এই দুইয়ের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ফলে আজই মৎস্যজীবীদের গভীর সমু্দ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে৷

advertisement

আরও পড়ুন: আজই ঘনাবে নিম্নচাপ! আবহাওয়ায় ব্যাপক রদবদলের ইঙ্গিত, কেমন যাবে আগামী সপ্তাহ?

আগামী রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে জানিয়েছে হাওয়া অফিস৷ রবিবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হবে৷ রবিবার থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। রবিবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগণায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সোমবার দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ বেশ কয়েকটি জেলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ মঙ্গলবার কলকাতা সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গেই ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী মঙ্গলবার দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়ার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে৷ কমবেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও৷ বাজ পড়ার আশঙ্কাও থাকছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

গত সপ্তাহে প্রবল বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকায় জল জমেছে৷ নদীর জলস্তর বেড়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার একাধিক এলাকা প্লাবিত হয়েছে৷ আগামী মঙ্গলবারও নদীর জলস্তর বাড়বে বলে জানিয়েছেন আবহবিদরা৷ ফলে নিচু এলাকাগুলি ফের প্লাবিত হতে পারে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Heavy Rainfall Alert in South Bengal on Tuesday: নিম্নচাপ- ঘূর্ণাবর্তের জোড়া ফলা, মঙ্গলবার ফের দুর্যোগ ঘনাচ্ছে দক্ষিণবঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল