West Bengal Weather: আজই ঘনাবে নিম্নচাপ! আবহাওয়ায় ব্যাপক রদবদলের ইঙ্গিত, কেমন যাবে আগামী সপ্তাহ?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Weather: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে (South Bengal) আরও এক দফা প্রবল বৃষ্টির আশংকা।
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। আজ উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর (Bay Of Bengal) তৈরি হবে নিম্নচাপ (West Bengal Weather)। সোমবার আরও একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা বঙ্গোপসাগরে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Alipur Weather Office)। আজ ও কাল বাড়বে তাপমাত্রা। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
advertisement
মায়ানমার সংলগ্ন উপকূল ও গালফ অফ মার্তাবানে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করবে। সেখানেই এই সিস্টেম নিম্নচাপে (West Bengal Weather) পরিণত হবে। আজ বিকেলে উত্তর পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর (Bay Of Bengal) তৈরি হবে নিম্নচাপ। ক্রমশ এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে উড়িষ্যা উপকূলে অবস্থান করবে।
advertisement
সোমবার মধ্য বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি হবে আরও একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত (West Bengal Weather) বাংলাদেশ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে অভিমুখ থাকবে। মৌসুমী অক্ষ রেখা জয়সালমীর উদয়পুর এবং বিলাসপুর থেকে পুরী হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়াও দক্ষিণ ছত্রিশগড় ও দক্ষিণ-পশ্চিম রাজস্থানের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।
advertisement
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ (West Bengal Weather)। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় বাড়বে তাপমাত্রা। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি নিচে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৭.৩ মিলিমিটার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট কঙ্কন গোয়া ও অন্ধ্রপ্রদেশে। মৌসম বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টি বেশি হবে রাজস্থান এবং গুজরাতেও। শনি ও রবিবার অন্ধ্রপ্রদেশ এবং গুজরাটি ভারী বৃষ্টির পূর্বাভাস সোম ও মঙ্গলবার সৌরাষ্ট্র কচ্ছে ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। কেরালা ও মহারাষ্ট্রের বৃষ্টি বাড়বে শনিবার থেকেই। রবিবার থেকে বৃষ্টি বাড়বে ওড়িশাতেও।