TRENDING:

কখন আছড়ে পড়বে সিত্রাং, সময় বলে দিল হাওয়া অফিস, সতর্ক থাকার পরামর্শ

Last Updated:

কলকাতায় বড় কোনও প্রভাব পড়বে না ঘূর্নিঝড় সিত্রাংয়ের৷ এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কোথায আছড়ে পড়বে ঝড় সিত্রাং, তা এতক্ষণে স্পষ্ট করে দিয়ে আবহাওয়া দফতর৷ এ বার আবহাওয়া দফতরের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হল, কখন এই মারাত্মক ঘূর্ণিঝড় স্থলভাগ ছোঁবে৷ হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, রাত ১২টা থেকে দু’টো-তিনটের মধ্যে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে৷ ফলে মধ্যরাতে ক্ষয়ক্ষতি নিয়ে আশঙ্কায় রয়েছেন আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

কলকাতায় বড় কোনও প্রভাব পড়বে না ঘূর্নিঝড় সিত্রাংয়ের৷ এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ যদিও শহর একেবারে ঝড়ের প্রভাব মুক্ত থাকবে, তেমন কথাও বলা চলে না৷ সোমবার সকাল থেকেই মুখ ভার ছিল কলকাতা শহর ও পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ কোথাও কোথাও দফায় দফায় বৃষ্টিও হয় রবিবার রাত থেকেই৷

উল্লেখ্য, সোমবারই কালীপুজো৷ শহর ও রাজ্যের সমস্ত প্রান্তে কোভিড পরবর্তী সময়ে বিপুল আয়োজনে সাজানো হয়েছে মণ্ডপ৷ সেখানেই এই ঝড়ের দাপট নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে৷

advertisement

আরও পড়ুন: উত্তাল সমুদ্রে পর্যটকশূন্য দিঘা, সুন্দরবনে ঘূর্ণিঝড়ের দাপটের আশঙ্কায় শুরু মাইকিং

আরও পড়ুন: উচ্চশিক্ষাস্থলে মহিলাদের নিরাপত্তায় বিশেষ নজর, নতুন গাইডলাইন ঘোষণা ইউজিসির

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, মূলত এই ঝড়ের প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী, বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে৷ সন্দেশখালি, ঝড়খালি-র মতো এলাকায় ঝড়ের দাপট সবচেয়ে বেশি থাকবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

তারপর ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়৷ সেখানে সোমবার ও মঙ্গলবার ঝড়ো হাওয়া যেমন বইতে পারে, তেমনই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে কোথাও কোথাও৷ কলকাতাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা৷ সেই কারণেই সতর্ক রয়েছে প্রশাসন৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
কখন আছড়ে পড়বে সিত্রাং, সময় বলে দিল হাওয়া অফিস, সতর্ক থাকার পরামর্শ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল