উত্তাল সমুদ্রে পর্যটকশূন্য দিঘা, সুন্দরবনে ঘূর্ণিঝড়ের দাপটের আশঙ্কায় শুরু মাইকিং
Bangla Digital Desk
1/ 9
ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণঝড় সিত্রাং। সকাল থেকে পূর্ব মেদিনীপুরের দিঘা, তাজপুর, মন্দারমণিতে চলছে মাইকিং।
2/ 9
অন্যদিকে, সুন্দরবনে সাইক্লোনের দাপটের সম্ভাবনা রয়েছে। সুন্দরবন পুলিশ বাসিন্দাদের সতর্ক করতে শুরু করেছে মাইকিং।
3/ 9
উপকূলের আরও কাছে ভয়াল ঘূর্ণিঝড় সিত্রাং, অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। বর্তমানে সাগরদ্বীপ থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণে সিত্রাং।
4/ 9
সকাল থেকেই দিঘার সমুদ্র উত্তাল। গত কয়েকদিন ধরেই ফুঁসছে সমুদ্র। সোমবার কার্যত পর্যটকশূন্য দিঘা, তাজপুর, মন্দারমণি।
5/ 9
বাঁধানো বিচে দূর থেকে দাঁড়িয়ে সমুদ্রদর্শন।
6/ 9
পুলিশ সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করেছে।
7/ 9
গোটা উপকূল এলাকায় চলছে সতর্ক করার জন্য মাইকিং।
8/ 9
দুর্যোগের আশঙ্কায় তৈরি বিপর্যয় মোকাবিলা বাহিনী।
9/ 9
সুন্দরবনে বোটে চেপে মাইকিং করছে পুলিশ। বকখালিতেও চলছে মাইকিং। নৌকা বেঁধে রেখে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে মৎস্যজীবীদের। ঝড়ের সতর্কতায় বাংলাদেশের চট্টগ্রামের বন্দরে সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছে বলে খবর।
উত্তাল সমুদ্রে পর্যটকশূন্য দিঘা, সুন্দরবনে ঘূর্ণিঝড়ের দাপটের আশঙ্কায় শুরু মাইকিং
সুন্দরবনে বোটে চেপে মাইকিং করছে পুলিশ। বকখালিতেও চলছে মাইকিং। নৌকা বেঁধে রেখে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে মৎস্যজীবীদের। ঝড়ের সতর্কতায় বাংলাদেশের চট্টগ্রামের বন্দরে সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছে বলে খবর।