পরীক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। গরমের ছুটি পড়লেও এখনও আসেনি ভাষাভিত্তিক বই। গরমের ছুটির মধ্যেই চলে আসবে বলে জানালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “বই ছাপা হচ্ছে গরমের ছুটির মধ্যে সমস্ত পৌঁছে যাবে। বই না থাকলেও ছাত্র-ছাত্রীদের কাছে কি আছে সেই কনটেন্ট রয়েছে। যা তারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে”। সাধারণত ছুটি পড়ে ১২ মে থেকে এ বার তা আগেই পড়ছে। সেক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস কি করে শেষ হবে উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমিস্টারে তা নিয়ে প্রশ্ন রয়েছে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের একাংশের।
advertisement
পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলিতে যে মেটাল ডিটেক্টর দেয়া হয়েছিল তা ফেরত দাও দেওয়ার কথা জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে।৭ তারিখ ক্যাম্প অফিসে এই মেটাল ডিটেক্টর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমরাজ বন্দ্যোপাধ্যায়