মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের গণনা শুরু হয়েছে। ৬০০০ বুথের পুনর্নির্বাচন নিয়ে বুধবার শুনানি হবে হাইকোর্টে। মামলায় শুভেন্দুর দাবি, বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্রে থাকতে দেওয়া হচ্ছে না। সকাল থেকেই একাধিক জায়গায় বোমাবাজি চলছে। এদিন গলসি ১ নম্বর ব্লকে বিরোধী কাউন্টিং এজেন্টদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি সিপিএম এজেন্ট। বারাবনিতে গণনা শুরুর আগে তুমুল উত্তেজনা ছড়ায়। তৃণমূল, বিজেপি বচসা, হাতাহাতি।
advertisement
আরও পড়ুন: মমতার বিরুদ্ধে সরাসরি অভিযোগ, হাইকোর্টে শুভেন্দু! বিস্ফোরক দাবিতে তোলপাড় বাংলা
হাওড়ার ডোমজুড়ের বালি দুর্গাপুর পল্লীমঙ্গল বিদ্যামন্দির গণনা কেন্দ্র থেকে সিপিএম এবং বিজেপি কাউন্টিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ফাটল মাথা। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের উপস্থিতিতেই মারধর করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
দক্ষিণ ২৪ পরগনার ফকির চাঁদ কলেজে গণনা ঘিরে উত্তেজনা। গণনাকেন্দ্রের ২ কিলোমিটার দূরে রাস্তা আটকে বোমাবাজি। বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা। প্রতিবাদে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করায় SFI রাজ্য সভাপতি প্রতীকউর রহমান ও সিপিএম এরিয়া কমিটির সম্পাদক দেবাশিষ ঘোষকে আটক করল পুলিশ।
অর্ণব হাজরা