আরও পড়ুন- ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই! প্রয়োজন পড়লে গণনা হবে ২১ জুলাই!
এদিন বিকেল ৫টার কিছু পরে টাউন হলের দিকের ফটক দিয়ে রাজভবনে ঢোকে মুখ্যমন্ত্রীর কনভয়। রাজভবনের তরফের করা একটি ট্যুইটে দেখা গিয়েছে নিজের হাতে আঁকা একটি ছবিতে স্বাক্ষর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সই করা ছবি তিনি রাজ্যপাল ধনখড়ের হাতে তুলেও দিচ্ছেন। এই ঝটিকা সফর ও উপহার প্রদানের বাতাবরণ বেশ প্রাণোচ্ছ্বল! হাসিমুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে দেখা যায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের স্ত্রীকেও।
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রাজভবনে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ট্যুইটের ওই ভিডিওতেই দেখা গিয়েছে উপহার বিনিময় করেছেন রাজ্যপালও। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিছু স্মারক তুলে দিতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন- Dostarlimab! এই ওষুধেই সারিয়েছে মারণ ক্যান্সার রোগ! প্রতি ডোজের দাম পড়বে কত?
রাজ্যপাল মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সম্পর্ক যে মসৃণ নয় তা মাঝেসাঝেই দুই পক্ষেরই ট্যুইট দ্বন্দ্বে বা প্রকাশ্য মন্তব্যে ধরা পড়ে। এমন অবস্থায় রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কৌতূহল জাগাচ্ছে রাজনৈতিক মহলে।