আরও পড়ুন- যৌনতার মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে মাঙ্কিপক্স! জানুন কী এর লক্ষণ ও চিকিৎসা?
মমতা আরও বলেন, “খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলে এসআইরা, কনস্টেবলরা, ওসিরা। তাঁদের কাজ ২৪ ঘণ্টা। এখন তো আবার মিডিয়াতেই বিচার হয়ে যায়, আইনি বিচারের আগে। নিচুতলার পুলিশ কর্মীরা আমাদের সম্পদ। উঁচুতলার পুলিশ কর্মীদের মাথায় রাখতে হবে নিচুতলার পুলিশ কর্মীরা কাজ না করলে আপনারা এই সাফল্য পাবেন না।”
advertisement
আরও পড়ুন- করোনার মতোই মহামারী ডেকে আনতে পারে কি মাঙ্কিপক্স ভাইরাস? কী বলছেন বিজ্ঞানীরা?
রাজ্য পুলিশে মহিলাদের আরও বেশি করে যোগদানের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হতেই পারে কিন্তু একজন মহিলার গায়ে হাত দেওয়া বা মহিলাকে অসম্মান করা এতটা সহজ নয়। আমি চাই পুলিশে মহিলারা আলাদা জায়গা তৈরি করে নিক। আমার বিশ্বাস নাকা চেকিং, গুণ্ডা দমন, দুর্নীতির বিরুদ্ধে মহিলা পুলিশ স্মার্টলি কাজ করতে পারবে।”