নোয়াপাড়া থেকে বরানগর মেট্রো পথে দূরত্ব দু'মিনিট। নোয়াপাড়ায় দরজা না খুললেও, বরানগরে দরজা খুলে যায়। তাহলে রেকের দরজা খুলতেই কি চালক ভুলে গিয়েছিলেন? সেই প্রশ্ন নিয়েই চর্চা চলছে জোরকদমে। মদ খেয়ে মেট্রো চালাচ্ছিলেন চালক, এমনটাই অভিযোগ তুলেছিলেন যাত্রীরা!
আরও পড়ুন: পার্থ-অর্পিতার 'অপা' বাড়িতে ইডির তল্লাশি! ফের টাকা? কী এল হাতে? জানুন
advertisement
আরও পড়ুন: মেয়ের চাকরির পর এবার নিজে মন্ত্রিত্ব খোয়ালেন পরেশ অধিকারী, নতুন দায়িত্বে সত্যজিৎ বর্মণ
সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যে সাতটায় গেট বন্ধ রেখেই বরানগর পর্যন্ত যায় মেট্রো। এমনকি নোয়াপাড়াতেও স্টেশনে মেট্রোর গেট না খোলায় নামতে পারেননি যাত্রীরা৷ বরানগরে নেমে পড়েন সব যাত্রী। সেখানেই বিক্ষোভ দেখান তাঁরা। যাত্রীদের অভিযোগ চালক অসংলগ্ন অবস্থায় ছিলেন। আর সেই জন্যই এই কাণ্ড ঘটেছে।ঘটনার পর স্টেশন চত্বরেই ভিড় জমান যাত্রীরা। কী করে মদ্যপ অবস্থায় মেট্রো চালান ওই চালক, তা নিয়ে ওঠে প্রশ্ন৷ ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে রেল পুলিশ চলে আসে। বিক্ষোভ সামলানোর চেষ্টা চলে। তবে সত্যিই ওই চালক মদ খেয়ে ট্রেন চালাচ্ছিলেন কিনা, সে বিষয়ে এখনও সঠিক প্রমাণ পাওয়া যায়নি৷ যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আপাতত অফ ডিউটিতে আছেন ওই চালক।