জনপ্রিয় লোকসঙ্গীত ‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল/ সেই চুলে বেঁধে দিব লাল গেন্দা ফুল’-এর রিমিক্সের সঙ্গে তিনি নেচেছেন ও সেই নাচ শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে ৷ এখন তাঁর সেই নাচের ভিডিও ক্লিপ ঘুরছে সমাজমাধ্যমে ৷ ভিডিওতে দেখা যাচ্ছে নীল শাড়ি পরা সুকন্যা নাচছেন ঘরেই মধ্যেই ৷ প্রেক্ষাপটে বাজছে বছর দুয়েক আগে তুমুল জনপ্রিয় হওয়া সেই রিমিক্স গান ৷ সে সময়েই তাঁর নাচ শেয়ার করেছিলেন সুকন্যা ৷ ২০২০ সালের ১০ জুন ফেসবুকে তাঁর প্রোফাইলে তিনি শেয়ার করেছিলেন নিজের নাচ ৷ যদিও সেই প্রোফাইল বা নাচের ভিডিওর সত্যাসত্য যাচাই করেনি নিউজ18৷
advertisement
প্রসঙ্গত অনুব্রতর মতো তাঁর মেয়ে সুকন্যাকে ঘিরেও দেখা দিয়েছে একাধিক বিতর্ক ৷ অভিযোগ বাড়ির কাছেই এক প্রাথমিক স্কুলে শিক্ষকতা করার চাকরি পেয়েছিলেন তিনি ৷ কিন্তু তৃণমূলের বীরভূম জেলা সভাপতির মেয়ে নাকি টেট না দিয়েই এই চাকরি পান ৷ এখানেই শেষ নয় ৷ সুকন্যা নাকি স্কুলে যেতেনও না ৷ শোনা গিয়েছে, তাঁর স্বাক্ষর সংগ্রহের জন্য বাড়িতেই পৌঁছে যেত রেজিস্টার খাতা ৷
আরও পড়ুন : জোড়া চাকরি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার! ফেসবুকে প্রকাশ্যে ঘোষণা দুই কর্মসংস্থানের
মাত্র একটি চাকরিও নয়৷ সুকন্যার ফেসবুক বলছে তিনি দু’টি চাকরি করতেন ৷ সুকন্যার ফেসবুকে লেখা রয়েছে, সেলফ এমপ্লয়েড অ্যাট ভোলে বোম রাইস মিল এবং সেলফ এমপ্লয়েড অ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ৷ আরও উল্লেখযোগ্য বিষয় হল, সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে জোড়া চাকরির যোগদানের তারিখ একই। ২০১৬ সালের ৪ এপ্রিল।
আরও পড়ুন : অনুব্রত-আত্মীয়দের ১৭ কোটির ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত! গরুপাচারের টাকা? প্রবল চাপে কেষ্ট
বৃহস্পতিবার সুকন্যাকে সশরীরে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেইমতো তিনি সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে ৷ দুর্নীতির বিতর্কে জড়িয়ে পড়তেই সাম্প্রতিক ধারা মেনে অনুব্রত ও সুকন্যা এখন তীব্র ট্রোলড সামাজিক মাধ্যমে ৷ এত দিন পড়েই ছিল সুকন্যার নাচের ভিডিও ৷ এখন ভাইরাল ৷ সুরসিক নেটিজেনদের মতে, যাঁর বাবার নাম অনুব্রত মণ্ডল, তাঁর কন্যাকে ‘বড়লোকের মেয়ে’ বলাই যায় ৷ অর্থের পাশাপাশি ক্ষমতা ও ব্যক্তিত্বের ভারও বড় লোক হিসেবে পরিচিত হওয়ার অন্যতম মাপকাঠি ৷
